আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

দুয়ারে রেশন চালুর পর থেকেই ঠকাচ্ছে ডিলার -প্রতিবাদে রেশন ডিলারকে আটকে বিক্ষোভ – মুচলেখা আদায় উপভোক্তাদের

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

প্রদীপ চট্টোপাধ্যায় বর্ধমান ২৪ আগষ্ট

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু করা প্রকল্প গুলির মধ্যে ’দুয়ারে রেশন’ হল অন্যতম।আর দুয়ারে রেশন দিতে আসা ডিলার সরকারের বরাদ্দ করা খাদ্য সামগ্রী সঠিক ভাবে না দেওয়ায় তাকে ঘিরে ধরে বিক্ষোভে ফেটে পড়লেন উপভোক্তারা।এমনই ঘটনায় বৃহস্পতিবার ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পূর্ব বর্ধমানের জামালপুর থানার টেঙ্গাবেরিয়া গ্রামে।আর কাউকে প্রতারিত না করে রেশনের খাদ্য সামগ্রী যথাযথ ভাবে দেওয়ার মুচলেখা দিলে এদিনের মত ডিলারকে রেহাই দেন উপভোক্তারা। ঘটনা জানার পর ব্লক প্রশাসনের কর্তারাও নড়ে চড়ে বসেছেন।

 

 

জামালপুর ব্লকের জৌগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রত্যন্ত গ্রাম ট্যাঙ্গাবেরিয়া। এখানকার ৪৬ নম্বর রেশন ডিলারের নাম শামীম খন্দেকর । তিনি
জৌগ্রামের ট্যাঙ্গাবেরিয়া ও তার সংলগ্ন তিনটি গ্রামে রেশন দেন।ট্যাঙ্গাবেরিয়া গ্রামের উপভোক্তাদের অভিযোগ ,গ্রামের মানুষজনের সুবিদার্থে রাজ্য সরকার ’দুয়ারে রেশন’ প্রকল্প চালু করেছে। কিন্তু ডিলার শামীম খন্দেকর জন্য দুয়ারে রেশন চালু হবার পর থেকে তাঁদের সমস্যা কমার জায়গায় উল্টে বেড়ে গিয়েছে।গ্রামের উপভোক্তা বদরুজ্জামান আনসারি বলেন,প্রায়শই আমাদের কম খাদ্যসামগ্রী দেওয়া হয়। ডিউ স্লিপ দেওয়া হয় যখন তখন। অনেক সময়ে আবার বারাদ্দ খাদ্য সামগ্রী যথাযথ ভাবে না দিয়েই আমাদের ফিরিয়ে দেওয়া হয়।

 

দু’বছরেরও বেশী সময় ধরে এমনটাই চলে অসছে। এসব না করার জন্য বহুবার ভদ্রভাবে রেশন ডিলার শামীম খন্দেকরে বলা হয়েছিল । কিন্তু তিনি শোধরান নি।এদিন ফের কম খাদ্য সামগ্রী নিয়ে ডিলার গ্রামে রেশন দিতে এলে তাকে ঘেরাও করেরেখে সব উপভোক্তারা বিক্ষোভ দেখাতে বাধ্য হয় বলে বদরুজ্জামান আনসারি জানান। চন্দনা দাস সহ গ্রামের আরো একাধীক উপভোক্তার অভিযোগ ,ডিলার শামীম খন্দেকরের কাছে রেশনের খাদ্য সামগ্রী নিতে গেলে বারবার তাঁদের ঘোরানো হয় ।ডিলার
আঙ্গুলের ছাপ নিয়ে নিলেও কিছু লোক খাদ্য সামগ্রী পায় ,অনেকে পায় না। এমন প্রতারনার বিষয়টি নিয়ে বারবার ডিলারকে বলা হলেও তিনি শোধরান নি। উল্টে তিনি হুমকি দেন ,’কেউ তার কিছু করতে পারবে না’।

See also  ছেলে মেয়েকে মানুষ করতে হাতে টোটোর স্টিয়ারিং।

 

এবিষয়ে ডিলার শামীম খন্দেকরের সাফাই ,
“সরবরাহের সমস্যা থাকলে কখনো কখনো
খাদ্যসামগ্রী দিতে দেরি হয়। আর ’ডিউ স্লিপ’ দেওয়ার আইন আছে।যদিও বিক্ষোভের মুখে পড়ে এদিন তিনি উপভোক্তাদের কাছে অঙ্গিকার করেন ,আগামী মাস থেকে মাসের প্রথম অর্ধেই রেশনের খাদ্যসামগ্রী দিয়ে দেবেন“।আর ব্লকের (জামালপুর) বিডিও শুভঙ্কর মজুমদার বলেন,
“আমি ঘটনার বিষয়ে খোঁজ নিচ্ছি । জেলা খাদ্য দফতরকেও সব জানানো হদে । উপভোক্তারা যাতে সরকার নির্ধারিত রেশন যথাযথ ভাবে পানা তার ব্যবস্থা নেওয়া হবে“।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি