বর্ধমান বন বিভাগের পক্ষ থেকে বৃহস্পতিবার বর্ধমান সায়েন্স সেন্টার থেকে বর্ধমান জুওলজিকাল পার্ক পর্যন্ত বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে বনমহোৎসব উপলক্ষে এক র্যালির আয়োজন করা হয়।এই র্যালিতে উপস্থিত ছিলেন বর্ধমান শহরের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা ছাড়াও DFO নিশা গোস্বামী, বনদপ্তরের আধিকারিকরা এবং জুওলজিক্যাল পার্কের কর্মীরা। যেভাবে বিশ্ব উষ্ণায়নের তাপমাত্রা বেড়েই চলেছে।
তাই পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে বিভিন্ন জেলায় বনদপ্তরের পক্ষ থেকে বৃক্ষরোপণ করার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ১৪ থেকে ২০ জুলাই পর্যন্ত প্রতিটা জেলায় বনমহোৎসব পালন করা হলো। তাই এদিন শেষ দিনে বর্ধমান বনবিভাগ এর পক্ষ থেকে বর্ধমান জুলজিক্যাল পার্কে স্কুলের ছাত্র-ছাত্রীরা বৃক্ষরোপণ করেন। এবং তাৎক্ষণিক বক্তব্য ও কুইজের আয়োজন করা হয়।
DFO নিসা গোস্বামী জানান, পশ্চিমবঙ্গ সরকারের বনদপ্তরের পক্ষ থেকে ১৪ থেকে ২০ জুলাই বনমহোৎসব উপলক্ষে অরণ্য সপ্তাহ পালন করা হচ্ছে রাজ্যের প্রতিটা জেলায়। গত ১৮ তারিখ সারা রাজ্যে বনদপ্তরের পক্ষ থেকে ২৫ লাখ গাছের চারা রোপন করা হয়েছে। তার মধ্যে পূর্ব বর্ধমান জেলায় ২ লক্ষ গাছের চারা রোপন করা হয়েছে। আজকের বনমহোৎসবের শেষ দিনে ছাত্র-ছাত্রীদের নিয়ে বর্ধমান যুওলজিকাল পার্কে বৃক্ষরোপণ করা হলো।
এদিনের এই মহতী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা ছাত্র-ছাত্রীর অভিভাবকরা এবং বনদপ্তরের সকল কর্মীরা অংশগ্রহণ করেন।পাপাই সরকারের রিপোর্ট