নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া : হাসপাতালের বেডে বসে পরীক্ষা দিচ্ছে ‘অ্যাপেনডিক্সে’ অসুস্থ এক মাধ্যমিক পরীক্ষার্থী। শুক্রবার মাধ্যমিকের দ্বিতীয় ভাষা ইংরেজীর পরীক্ষা বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালেরর বেডে বসেই পরীক্ষা দিচ্ছে রাইপুরের মণ্ডলকুলি নেতাজী বিদ্যাপীঠের দীপ দত্ত নামে ঐ পরীক্ষার্থী।
পরীক্ষার্থী দীপ দত্তের পরিবার সূত্রে জানানো হয়েছে, মণ্ডলকুলি নেতাজী বিদ্যাপীঠের পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে রাইপুর গার্লস হাইস্কুলে। বৃহস্পতিবার প্রথম ভাষার পরীক্ষা শেষে বাড়ি ফেরার পর অসহ্য পেটের ব্যাথায় কাতরাতে থাকে ছেলে। প্রথমে রাইপুর ব্লক হাসপাতাল ও পরে সেখান থেকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাকে। রাতেই বিভিন্ন ধরণের পরীক্ষা নিরীক্ষা সহ প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করেন হাসপাতাল কর্তৃপক্ষ। এই অবস্থায় মাধ্যমিকের দ্বিতীয় পত্রের পরীক্ষা হাসপাতালের বেডে বসেই সে দিচ্ছে।