আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

কড়া নজরদারি বর্ধমান ষ্টেশন এলাকায়। চলছে জোর তল্লাশি।

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

কড়া নজরদারি বর্ধমান ষ্টেশন এলাকায়। চলছে জোর তল্লাশি

২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে কোনরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে শুরু হলো তল্লাশি অভিযান। বর্ধমান স্টেশন চত্ত্বরে স্নিপার ডগ ও মেটাল ডিটেক্টর দিয়ে চেকিং চালায় জি আর পি ও আরপিএফ । স্টেশন চত্ত্বর ও বাইরে সাইকেল স্ট্যাণ্ড, টিকিট কাউন্টার,  টোটো স্ট্যাণ্ড সহ স্টেশনে আসা যাত্রীদের লাগেজে তল্লাশি করা হয়। তল্লাশি চালানো হয় একাধিক ট্রেনেও। তল্লাশি চলে স্টেশন চত্ত্বরে আসা বিভিন্ন গাড়িতেও।

 

প্রজাতন্ত্র দিবসের আগে কোনো রকম নাশকতা এড়াতে জোর নজরদারি রেল পুলিশের।  স্টেশন চত্ত্বরে মোতায়েন করা হয়েছে প্রচুর সংখ্যক রেলপুলিশ।।
ডি ওয়াই এস আর পি- উজ্জ্বল দাস জানান,  বর্ধমান একটি গুরুত্বপূর্ণ  স্টেশন। এখানে প্রচুর মানুষ যাতায়াত করেন প্রতিদিন। সারাবছরই আমরা তল্লাশি চালায়। তবে আগামীকাল প্রজাতন্ত্র দিবস।  তাই বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে।

বুধবার এই তল্লাশি অভিযানে উজ্জ্বল বাবু ছাড়াও উপস্থিত ছিলেন বর্ধমান জি আর পি ওসি চিন্তাহরণ সিনহা সহ জি আর পি ও আর পি এফ আধিকারিক ও কর্মীরা ।

 

See also  মুখ্যমন্ত্রী পথশ্রী প্রকল্প উদ্বোধন করার দিনেও রাস্তা না পেয়ে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসের নাম নিশানা সাফ করেদিল ক্ষুব্ধ গ্রামবাসি

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি