কৃষ্ণ সাহা (রায়না):- পূর্ব বর্ধমান জেলার রায়না ২ নম্বর ব্লকের অন্তর্গত আরুই আঞ্চলিক আহারচণ্ডী বিদ্যাপীঠে পরিদর্শনে এলেন প্রশাসনিক আধিকারিকরা। সাধারণত এদিন মিড ডে মিল রান্নার বিষয়টি বেশি করে খতিয়ে দেখেন তারা। রাজ্য জুড়ে মিড ডে মিলে দুর্নীতি নিয়ে সড়ক হয়েছে বিরোধীরা। এমন কি বেশ কিছু বিদ্যালয়ে মিড ডে মিলের মান নিয়ে উঠছে প্রশ্ন শুধু তাই নয় মালদহে চাঁচলে একটি প্রাথমিক বিদ্যালয়ের মিড ডে মিল মজুত রাখার চালের ড্রাম থেকে মরা ইঁদুর এবং টিকটিকি উদ্ধার হয়েছে।
তারপরে মিড ডে মিল নিয়ে গুরুতর অভিযোগ উঠেছে। তাই এদিন ছাত্র-ছাত্রীদের সুরক্ষার কথা বিবেচনা করে আরুই আঞ্চলিক আহারচণ্ডী বিদ্যাপীঠে এসে মিড ডে মিল রান্নার স্থান পরিদর্শন করেন এবং ছাত্র-ছাত্রীদের সঙ্গে কথা বলেন। ছাত্র-ছাত্রীদের সঙ্গে একসাথে বিদ্যালয়ের রান্না করা মিড ডে মিল খেলেন তারা।
মিড ডে মিলের রান্না যথেষ্ট ভালো হয়েছে এবং পুষ্টিগত দিক দিয়ে কোন সমস্যা নেই এমনটাই জানান এস ডি ও কৃষ্ণেন্দু কুমার মন্ডল। তাঁর সঙ্গে এদিন উপস্থিত ছিলেন এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী, সি আই সি সুব্রত কুমার ঘোষ, মাধবডিহি থানার ওসি উত্তাল সমান্ত, রায়না দু নম্বর ব্লকের বিডিও অনিশা যশ সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা।