বাঁকুড়া : মহালয়ার পূণ্য প্রভাতে বাঁকুড়া শহর সংলগ্ন গন্ধেশ্বরী নদীতে তর্পণে অংশ নিলেন স্থানীয় সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার। রবিবার তিনি তাঁর পিতৃপুরুষদের পাশাপাশি ‘রাজনৈতিক হিংসার বলি’ দলীয় কর্মী সমর্থক ও দূর্ণীতির বিরোধীতা করে মৃত্যুর কোলে ঢলে মানুষদের স্মৃতিতে তর্পণ করলেন বলে জানিয়েছেন।
বাঁকুড়ার বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার বলেন, বাঁকুড়ার অজিত মুর্ম্মু সহ রাজ্যে রাজনৈতিক হিংসায় ‘শহীদ’ ১৭৯ জনের পাশাপাশি বিনোদ মেহতার হত্যাকাণ্ড আমরা ভুলিনি। তাঁদের সবার উদ্দেশ্যেই তর্পণ করলাম। একই সঙ্গে রাজ্যে দূর্ণীতিগ্রস্তদের শাস্তির দাবি দেবী দুর্গার কাছে তিনি জানাচ্ছেন বলে জানান।