আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

বেআইনি ভাবে গৃহ নির্মানের কাজে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার ৬ জয়নগরে

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর: পৌরসভার অনুমতি বদল করে বেআইনি ভাবে গৃহ নির্মানের কাজ চলায় গ্রেপ্তার ৬ জন জয়নগরে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেল,জয়নগর মজিলপুর পৌরসভার সাত ওয়ার্ডের তিলিপাড়া রথবাড়ির পাশে একটি জায়গায় এক ব্যক্তি বাড়ি নির্মাণ করছিল।আর এই বাড়ি নির্মাণের জন্য ঐ ব্যক্তি জয়নগর মজিলপুর পৌরসভা থেকে সরকারি নিয়ম মেনে বাড়ির কাজ শুরু করে।

কিন্তু অভিযোগ ওঠে পৌরসভা থেকে যা অনুমতি নেওয়া হয়েছিল তা বদল করে ঐ ব্যক্তি বাড়ির নির্মাণ কাজ করছিল।পৌরসভা থেকে বাড়ির নির্মাণ কাজ বন্ধ করতে বলার পরে ও তা না শুনে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেছিল।আর তাই সরকারি নিয়ম না মেনে বেআইনি ভাবে নির্মাণ এই কাজ করার জন্য জয়নগর থানায় অভিযোগ দায়ের করা হয় পৌরসভার তরফে।আর সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে জয়নগর থানার পুলিশ বৃহস্পতিবার ঐ বেআইনি নির্মাণ কাজ চলাকালীন ৬ জনকে গ্রেফতার করে জয়নগর থানায় নিয়ে আসে।

ধৃত ৬ জন হল -মধু দাস,বয়স ৩৩ বছর,বাড়ি বকুলতলা থানার মধ্য মনিরতট এলাকায়, প্রবীর পল্লে, বয়স ৪৯ বছর, খোকন বর, বয়স ৩৭ বছর,তাপস বাগ ৩৩ বছর,শান্তা বর ৩৩,ধৃত চার জনেরই বাড়ি মগরাহাট থানার ধনপোতার বাকারদাঁড় এলাকায় এবং বাহানাদুল মালিক, বয়স ৪৩ বছর। বাড়ি মগরাহাট থানার উড়েলচাঁদপুরের পালেরচক এলাকায়।ধৃতদের বিরুদ্ধে বেআইনি নির্মাণ কাজে যুক্ত থাকার অভিযোগ,সরকারি নিয়ম না মানার অভিযোগ সহ একাধিক ধারায় মামলা রুজু করে জয়নগর থানার তদন্তকারী পুলিশ আধিকারিক।ধৃতদের শুক্রবার জয়নগর থানা থেকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে জয়নগর থানার পুলিশ।

See also  সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনায় নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টে গেল একটি বুলেরো গাড়ি।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি