আজ মহানায়ক উত্তম কুমারের 40 তম মৃত্যুবার্ষিকী। আর এই দিনে টালীগঞ্জে তার মূর্তিতে মাল্যদান করলেন টলিউডের বিশিষ্ট ব্যক্তিরা। উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস।
এছাড়াও উপস্থিত ছিলেন পরিচালক হরনাথ চক্রবর্তী এবং পরিচালক রাজ চক্রবর্তী সহ আরো বিশিষ্ট ব্যক্তিরা ।এদিন মহানায়কের মূর্তিতে মাল্যদান করে মন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়েছেন প্রতি বছর এই দিনে মহানায়কের মৃত্যুবার্ষিকী একটু ভালো করে পালন করা হয়।
কিন্তু এ বছর এই কঠিন পরিস্থিতির মধ্যে তা সঠিকভাবে পালন করা সম্ভব হলো না ।তবে সমস্ত রকম সামাজিক বিধি মেনে এদিন মহানায়কের মূর্তিতে মাল্যদান করা হয়েছে বলে তিনি জানিয়েছেন ।অন্যদিকে বিদায়ী মেয়র পারিষদ দেবাশীষ কুমার জানিয়েছেন আমাদের মধ্যে সারা জীবন বেঁচে থাকবেন উত্তম কুমার। আজ 40 তম মৃত্যুবার্ষিকী তাকে স্মরণ করেন এদিন তিনি।
এর পাশাপাশি ইন্দ্রনীল সেন জানিয়েছেন এই চব্বিশে জুলাই সাংস্কৃতিক জগতের কালা দিবস। কারণ এই দিনে 40 বছর আগে আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন মহানায়ক উত্তম কুমার। আর আজকের দিনে আমাদের ছেড়ে চলে গেলেন বিশিষ্ট ব্যক্তি অমলা শঙ্কর। আজ সকালেই তিনি প্রয়াত হয়েছেন ।
অন্যদিকে পরিচালক রাজ চক্রবর্তী জানিয়েছেন সামাজিক নিয়ম বিধি মেনেই আজ টালিগঞ্জ মহানায়কের মূর্তিতে মাল্যদান করা হয়েছে এবং এর পাশাপাশি তিনি জানিয়েছেন প্রতি বছর এই দিনে মহানায়ক অ্যাওয়ার্ড দেওয়া হয় ।কিন্তু এ বছর তা সম্ভব হলো না ।
তবে তিনি মনে করছেন আগামী ফিল্ম ফেস্টিভ্যালে এই অ্যাওয়ার্ড দেওয়া হতে পারে। এছাড়াও আর্টিস্ট ফোরাম থেকেও উপস্থিত ছিলেন অনেকেই ।তারাও এদিন মহানায়কের মূর্তিতে মাল্যদান করেন।