বলরাম সাহার রিপোর্ট
পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের বেরুগ্রাম গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সুলতানপুর ফুটবল মাঠে আজ খণ্ডঘোষ এক নম্বর চক্রের ৪০ তম চক্র ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। যোগা দৌড় উচ্চ লম্ফন দীর্ঘলম্ফন জিমন্যাস্টিক থেকে শুরু করে ফুটবল নিক্ষেপ সহ বিভিন্ন ধরনের খেলার রয়েছে এই ক্রীড়া প্রতিযোগিতায়।
প্রসঙ্গত উল্লেখ্য , খণ্ডঘোষ এক নম্বর চক্রের পাঁচটি অঞ্চলের ৭৬ টি প্রাথমিক বিদ্যালয় ১৪ টি এস এস কের মধ্যে খেলা হয়ে গিয়েছে আগেই। সেই প্রতিযোগিতায় যে সকল প্রতিযোগীরা প্রথম এবং দ্বিতীয় স্থান অধিকার করেছে তারা আজকের খেলায় অংশগ্রহণ করেছে।আজকের খেলায় যারা প্রথম এবং দ্বিতীয় স্থান অধিকার করবে তারা মহাকুমাস তরে খেলতে যাবে। এরপর জেলা স্তরের প্রতিযোগিতা। এমনটাই জানালেন খণ্ডঘোষ এক নম্বর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক সুদীপ মালিক।
জেলাস্তরের খেলার আয়োজন করা হয়েছে খন্ডঘোষ ব্লকের সগড়াই অঞ্চলের বাদুলিয়া ফুটবল মাঠে।
এদিনের ক্রীড়া প্রতিযোগিতায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খণ্ডঘোষ বিধানসভার বিধায়ক নবীনচন্দ্র বাগ, খন্ডঘোষ পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত কুমার বাগদি, জেলা পরিষদের দুই সদস্য অপার্থিব ইসলাম এবং বিশ্বনাথ রায়, সগরাই গ্রাম পঞ্চায়েতের প্রধান শুভেন্দু কুমার পাল, সহ এলাকার শিক্ষক-শিক্ষিকা বৃন্দ।