আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

বজ্রপাতে পূর্ব বর্ধমানে মৃত ৪ -জখম ৪

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

 

প্রদীপ চট্টোপাধ্যায় বর্ধমান ২১ জুন

বজ্রাঘাতে একই দিনে পূর্ব বর্ধমান জলায় মৃত্যু হল এক কিশোর সহ চারজনের।জখম হয়েছেন আরও চারজন । বুধবার এই মৃত্যুর ঘটনাগুলি ঘটেছে বর্ধমানের তালিত ও কাঁঠালগাছি,রায়নার বনগ্রাম এবং খণ্ডঘোষের দইচাঁদায় ।পরিবার ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে মৃতদের নাম দেব হরিজন (১৫)
,মুক্তার সেখ(৩৬) ,রামপ্রসাদ ঘরুই( ৪০) এবং মনিরুল ইসলাশ শেখ (৩১)। জখম চারজন খণ্ডঘোষ এলাকারই বাসিন্দা বলে জানা গিয়েছে।

 

 

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা খিয়েছে,এদিন বিকালে দেওয়ানদিঘী থানার তালিত স্টেশন সংলগ্ন মাঠে খেলার করছিল দেব হরিজন। ওই সনয় বাজ পরলে এই কিশের গুরুতর জখম হয় । আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষনা করেন।অন্যদিকে রায়নার বনগ্রামের বাসিন্দা মুক্তার সেখ এদিন বিকালে মাঠে গরু চরানোর সময় বজ্রাঘাতে জখম হন।।

 

আশঙ্কাজনক অবস্থায় তাকে বর্ধমান হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালেই মুক্তারের স মৃত্যু হয়।একই সময়ে মাঠে গরু চরাচ্ছিলেন বর্ধমানের কাঁঠালগাছি গ্রামের বাসিন্দা রামপ্রসাদ ঘরুই। ওই সময় বজ্রাঘাতে জখম হয়ে তিনি মাঠেই লুটিয়ে পড়েন ।।তাকে উদ্ধার করে বর্ধমান হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।আর খণ্ডঘোষের দইচাঁদার বাসিন্দা মনিরুল ইসলাশ শেখ দুপুরে চাষের জমিতে কাজ করছিলেন। সেই সময় বজ্রাঘাতে জখম হয়ে তিনি জমিতে লুটিয়ে পড়েন। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। বিপর্যয় ব্যবস্থাপন দফতরের জেলার আধিকারিক প্রতীক বন্দ্যোপাধ্যায় রাতো জানিয়েছেন, বজ্রপাতে একদিনে জেলার এতজন মানুষের মৃত্য সত্যি দুঃখজনক। মৃত ও জখমদের সম্পর্কে বিস্তারিত রিপোর্ট নেওয়া হচ্ছে।

 

See also  মুরগির ছানা ভেবে বাড়িতে পোষা পাখি এখন ময়ূর হয়ে গৃহস্থের শোভা বাড়াচ্ছে

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি