উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, ক্যানিং: শনিবার বিকালে পৃথক দুটি পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুজনের। পাশাপাশি এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন ১ জন। ক্যানিং থানার পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করেছে।রবিবার ময়না তদন্তের জন্য পাঠানো হবে বলে পুলিশ সূএে জানা গেল।জানা গিয়েছে বাসন্তী থানার অন্তর্গত ৬ নম্বর সোনাখালির বাসিন্দা পেশায় মোটর চালিত ইঞ্জিন ভ্যান চালক মামুন লস্কর,বয়স ৩৫। এদিন দুপুরে নিজের বাড়ির কাছেই আচমকা ইঞ্জিনভ্যান উল্টে গিয়ে চাপা পড়েন।
গুরুতর জখম হয় মামুন। নিকট আত্মীয়রা তাকে উদ্ধার করে। চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষনা করেন। অন্যদিকে এদিন ক্যানিং বারুইপুর রোড়ের বেতবেড়িয়া ছয়ানি সংলগ্ন এলাকায় বাইক ও টোটোর সংঘর্ষে মৃত্যু হয় সুরজিত মন্ডল,বয়স ৩৫ নামে এক যুবকের। মৃতের বাড়ি জীবনতলা থানার অন্তর্গত গৌড়দহ সংলগ্ন গোঞ্চপুর এলাকায়।স্থানীয় সুত্রে জানা গিয়েছে এদিন বিকালে জনৈক টোটো চালক রাজেশ মন্ডল টোটো নিয়ে ছয়ানি থেকে বারুইপুরের দিকে যাচ্ছিলেন। সেই সময় অপর দিক থেকে আসছিল একটি বাইক।
আচমকা দুটি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। ঘটনায় গুরুতর জখম হয় টোটো ও বাইক চালক। স্থানীয় পথচারীরা তাদের কে উদ্ধার করে। চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে বাইক চালক সুরজিত মন্ডল কে মৃত বলে ঘোষনা করেন চিকিৎসকরা।








