গোপন সূত্রে খবর পেয়ে বড়সড় পদক্ষেপ নিল মেমারি থানার সাতগেছিয়া পুলিশ ফাঁড়ি। শুক্রবার সন্ধ্যায় মন্তেশ্বর বিধানসভা এলাকার অন্তর্গত মেমারি দু’নম্বর ব্লকের বরপলাশন এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মন্ডল গ্রামে অভিযান চালিয়ে প্রায় ১৪০০ লিটার কাঁচা মদ তৈরির উপকরণ নষ্ট করে পুলিশ।
ঘটনাটি ঘটে আনুমানিক সন্ধ্যা সাতটা নাগাদ, কলা দিঘির পাড় সংলগ্ন বনজঙ্গল এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় গোপনে মদ তৈরির কাজ চলছিল। খবর পাওয়ার পরই দ্রুত অভিযানে নামে সাতগেছিয়া ফাঁড়ির পুলিশ দল।

অভিযানের নেতৃত্বে ছিলেন সাতগেছিয়া ফাঁড়ির আধিকারিক বাণী সংকর সিংহ মহাপাত্র। তাঁর উপস্থিতিতেই কাঁচা মদ তৈরির উপকরণগুলি নষ্ট করা হয়।এলাকার সাধারণ মানুষ পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তাঁদের বক্তব্য, “গ্রামে অবৈধ মদ তৈরির কাজ চলছিল বহুদিন ধরে, অবশেষে পুলিশ ব্যবস্থা নেওয়ায় আমরা স্বস্তি পেলাম”।
পুলিশ সূত্রে আরও জানা গেছে, এই ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে, যাতে অবৈধ মদ তৈরির কাজ সম্পূর্ণভাবে রোধ করা যায়।