রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর উদ্যোগে রাজ্যের যে সমস্ত গ্রামীন শিল্পী ও লোকো শিল্পীরা রয়েছেন তাদের করোনার ভ্যাকসিন দেওয়ার উদ্যোগ নেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইমতো শুক্রবার পানাগড় বাজারের কমিউনিটি হলে ১০৭ জন শিল্পী কে করোনার প্রথম ডোজের টিকা দেওয়ার ব্যবস্থা করা হয়।
দুর্গাপুর মহকুমা প্রশাসনের উদ্যোগে এদিন বাউল শিল্পী ও আদিবাসী শিল্পীদের করোনার প্রথম ডোজের টিকা দেওয়া হয়।
দুর্গাপুর মহকুমার তথ্য সংস্কৃতি দফতরের আধিকারিকরা জানিয়েছেন তথ্য সংস্কৃতি দফতরের অধীনে যে সমস্ত শিল্পীরা রয়েছেন আজ তাদের ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করা হয়।
এছাড়াও আজকে যাদের প্রথম ডোজের টিকা দেওয়া হবে সময় অনুযায়ী তাদের দ্বিতীয় ডোজের ভ্যাকসিন দেওয়ারও ব্যবস্থা করা হবে।
ভ্যাকসিন পেয়ে খুশি শিল্পীরা। তারা রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন।