আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

রায়নায় পাইপগান এবং দু রাউন্ড গুলি সহ গ্রেফতার ১ যুবক।

krishna Saha

Published :

রায়না থানা
WhatsApp Channel Join Now

কৃষ্ণ সাহা (কৃষকসেতু নিউজ বাংলা):- রায়না থানার হিজলনা এলাকায় এক যুবক সন্দেহ জনকভাবে ঘোরাঘুরি করায় রায়না থানার পুলিস ওই যুবককে আটক করে।আটক করার পর তল্লাশি চালানোর সময় এই যুবকের কাছ থেকে একটি পাইপ গান সহ দু রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা যায় ওই যুবকের বাড়ি বর্ধমান শহরের ছোট নীলপুর আমবাগান এলাকায়। ওই যুবকের নাম বাবাই দে ওরফে কানাই বয়স ২৪।

পুলিশ সূত্রে জানা যায় গত মঙ্গলবার রাত্রে নাকা চেকিং করার সময় বাঁধগাছা মোড় এলাকা থেকে ওই যুবককে আটক করা হয়। বুধবার ওই যুবককে গ্রেফতার করে বর্ধমান আদালতে পাঠানো হয়। ২০২৪ লোকসভা নির্বাচনের প্রাক্কালে এলাকায় অবাধ ও শান্তিপূর্ণভাবে যাতে থাকে সহ মানুষ নিজের ভোট যাতে নিজে দিতে পারে তার জন্য পূর্ব বর্ধমান জেলা পুলিশের নেতৃত্বে বিভিন্ন এলাকায় চলছে নাকা চেকিং ও রুট মার্চ।

See also  ভাটপাড়া থেকে আওয়ামী লীগের ৩ সক্রিয় সদস্যকে আটক করল পুলিশ

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি