৫২ লিটার চোলাই মদ সহ ১ জনকে গ্রেফতার করলো পূর্ব বর্ধমান জেলার মাধবডিহি থানার পুলিশ । অভিযুক্ত চোলাই মদ কারবারির বিরুদ্ধে মাধবডিহি থানার পুলিশ নির্দিষ্ট ধারায় মামলা রুজ্জু করে বর্ধমান আদালতে পাঠাল সোমবার।
পুলিশ সূত্রে জানা যায় অভিযুক্ত চোলাই মদ কারবারির নাম অরুন পণ্ডিত । সোমবার ভোরে মাধবডিহি থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে উচালন অঞ্চলের দিঘীর কোন বাজার থেকে অভিযুক্ত কে গ্রেফতার করেন।
অভিযুক্তর বাড়ি খণ্ডঘোষ ব্লকের মুইধাড়াতে। চোলাই মদ বিক্রি করার সময় মাধবডিহি থানার পুলিশ মদ সহ তাকে গ্রেফতার করেন।পুলিস সূত্রে জানা যায় চোলাই মদের বিরুদ্ধে অভিযান আরো জোরদার করা হবে আগামী দিনে।