আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

১০০ দিনের প্রকল্পে বরাদ্দ নিয়ে কেন্দ্রীয় তালিকায় বাদ বাংলা, রাজ্যসভায় প্রশ্ন তুলে তোপ ডেরেকের

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

Krishak Setu Desk: ১০০ দিনের প্রকল্পে অর্থ বরাদ্দ নিয়ে দীর্ঘদিন ধরেই ‘বঞ্চিত’ রাজ্যের অভিযোগ তুলেছে রাজ্যের শাসকদল। এই ইস্যুতে বারবার কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি প্রধানমন্ত্রীকে একাধিকবার চিঠিও পাঠিয়েছেন তিনি। এবার সেই অভিযোগকেই কার্যত মেনে নিল কেন্দ্রীয় সরকার।

“শুক্রবার রাজ্যসভায় তৃণমূল সাংসদ ডেরেক ও’ ব্রায়েন ১০০ দিনের প্রকল্পে অর্থ বরাদ্দ সংক্রান্ত একাধিক প্রশ্ন তোলেন”। তাঁর প্রশ্নের জবাবে গ্রামোন্নয়ন মন্ত্রকের তরফে যে তথ্য দেওয়া হয়, তাতে একাধিক রাজ্যের নাম থাকলেও, “বাংলার নাম নেই সেই তালিকায়”। ফলে রাজ্যের অভিযোগ যে শুধুই রাজনৈতিক নয়, তা স্পষ্ট বলে মনে করছে তৃণমূল নেতৃত্ব।

ডেরেকের পেশ করা পরিসংখ্যান অনুযায়ী, গত অর্থবর্ষে যেখানে এই প্রকল্পে যুক্ত শ্রমিকের সংখ্যা ছিল ৮.৩৪ কোটি, সেখানে চলতি বছরে তা কমে দাঁড়িয়েছে ৭.৮৮ কোটিতে। গড় কর্মদিবসও কমে হয়েছে ৫০ দিন, যা গতবার ছিল ৫২ দিন। এই প্রেক্ষিতেই তিনি জানতে চান, কোন কোন রাজ্যের জন্য কত টাকা বরাদ্দ হয়েছে।

এই প্রসঙ্গে তৃণমূল কটাক্ষ করে ‘আপনারা আমাদের প্রাপ্য অর্থ থেকে বঞ্চিত করেছেন, আমাদের বাসিন্দাদের গ্রেপ্তার করে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছেন। এবার আপনারা বাংলার নামই রেকর্ড থেকে মুছে দিতে চাইছেন? মনে রাখবেন, আপনারা দিল্লির নিয়ন্ত্রক, দেশের নয়।’ এই মন্তব্যে তৃণমূলের ক্ষোভ ও প্রতিবাদ উভয়ই স্পষ্ট।

See also  রথযাত্রায় সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত, মুসলিম নেতার হাত ধরে শুভ সূচনা রথ যাত্রা উৎসবের

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি