বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদ উৎসব যার কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। দূরদূরান্ত থেকে ভিড় জমে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার মেছেদা শহরে ঠাকুর দেখার জন্য। কারণ মেচেদা শহরের প্রায় পনেরো থেকে 20 খানা দুর্গা পুজোর প্যান্ডেলে রয়েছে একই এলাকায়। মুক্তধারা একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে পূর্ব মেদিনীপুর জেলার মেচেদা বাস স্ট্যান্ড সংলগ্ন রাজপথে রঙ্গলি আলপনার মাধ্যমে ফুটিয়ে তুললেন। জল অপচয় বন্ধ করার বার্তা দিলেন মুক্তোধারা সংস্থা সারারাত ধরে চলে এই আলপনার রঙ্গলি কাজ। প্রায় 100 জন স্বেচ্ছাসেবী সংস্থা কর্মীরা তাদের নিজেদের ভাবনা ফুটিয়ে তুলেন রঙ্গোলী মাধ্যমে। সংস্থার সদস্যদের দাবি রাস্তাঘাটে চলতে ফিরতে রাস্তার দিকে দেখতেই হবে। তাই সাধারণ মানুষের কাছে রাস্তা রং এর মাধ্যম দিয়ে বার্তা দিতে এই অভিনব উদ্যোগ বলে জানান।
আপনার লেখা পৌঁছে দেব বাংলার দরবারে Email – [email protected]