আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

সারা রাত্রি পায়ে হেঁটে এসে পূজা দিলেন

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now
মৃত্যুঞ্জয় যশ ( মন্তেশ্বর ) :-
শ্রাবণ মাসের পদব্রজে বাবা বুড়ো রাজের মাথায় জল ঢাললেন প্রায় 100 জন ভক্তবৃন্দ।পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকের পিপলন অঞ্চলে ইচ্ছু গ্রামে বাবা বুড়োরাজ এর মাথায় গঙ্গাজল দিয়ে বাবাকে স্নান করালে, ভক্তবৃন্দ মিলিতভাবে ।
কথিত আছে শ্রাবণ মাসে বাবার জন্ম মাস , তাইএই উপলক্ষে ধাত্রী গ্রামের গঙ্গা থেকে পায়ে হেঁটে 40 কিলোমিটার পথ অতিক্রান্ত করে পায়ে হেঁটে এসে প্রায় 100 জন ভক্ত বাবাকেস্নান করালেন ও পূজা দিলেন।
ভক্তদের বিশ্বাস বাবা মনোবাসনা পূর্ণ করবেন।এইমন্দিরের পুরোহিত মানব ঘোষাল।ভক্তবৃন্দ দের মধ্যে উপস্থিত ছিলেন পলাশ ঘোষ, মাধবী হাজরা, কমল, বাপন, সনি, চৈতালি মালিক সহ আরো অনেকে।
See also  রাজ্যে লকডাউন কিছুটা শিথিল হলেও , বন্ধ থাকছে লোকাল ট্রেন

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি