আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

সারাদেশের সাথেই পূর্ব বর্ধমানের বুজরুকদিঘিতে শঙ্খধ্বনি ও বাজনার মাধ্যমে শুরু হলো অভিনন্দন জানানোর পালা

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

কৃষ্ণ সাহা ( বুজরুকদিঘি ) :- পাঁচটা বাজতেই শঙ্খধ্বনি ও বাজনার মাধ্যমে শুরু হলো অভিনন্দন জানানোর পালা।পূর্ব বর্ধমান জেলার বুজরুকদিঘী গ্রামের পাড়ায় পাড়ায় সাধারণ মানুষ শঙ্খধ্বনি,হাততালি দিয়ে ও বাজনা বাজিয়ে সাধুবাদ জানালেন নিরন্তর সেবায় নিয়োজিত মানুষদের।ডাক্তার,নার্স,সাফাই কর্মী, বীর সেনাদল যাঁরা নিজেদের প্রাণের তোয়াক্কা না করে সমাজ সেবায় নিজেদের একাত্ম করে তুলেছেন।
তাদের আরও উৎসাহ দিতেই এরূপ ব্যবস্থা গ্রহণ করেছেন সেহারা পঞ্চায়েতের বুজরুকদিঘী গ্রামের বাসিন্দারা।ইতিমধ্যেই রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা চারশো জন ছাড়িয়ে,মৃত্যুও হয়েছে কয়েকজনের।এই সংখ্যা যাতে আর না বাড়ে তার প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন নার্স – ডাক্তার সহ অন্যান্য কর্মীরা।

এই বিশাল কর্মযজ্ঞে এগিয়ে যেতে এবং সাফল্যের পথ প্রশস্ত করতে সামিল হয়েছেন সাধারণ মানুষও। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশকে মান্যতা দিয়েই এমন আয়োজন করেছেন তারা,এমনটাই জানিয়েছেন উক্ত গ্রামের এক শিক্ষক অপূর্বলাল গুপ্ত।

See also  পুজোর মুখে নিম্নচাপের জেরে , মাথায় হাত পাত্রসায়ের থানার চাষিদের ।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি