শহীদ সেনা জওয়ান অরবিন্দ সরকার স্মরণে অনুষ্ঠিত হল রক্তদান শিবির । বুধবার মহতি এই রক্তদান শিবিরের আয়োজন করেছিল পূর্ব বর্ধমানের জামালপুরের সাহাপুর ইউনাইটেড ফুটবল এ্যাসোসিয়েশান । ক্লাব প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় রক্তদান শিবির । বর্ধমান ব্লাড ব্যাঙ্কের চিকিৎসক ও স্বাস্থ কর্মীরা রক্ত সংগ্রহ করেন । শিবিরে ১০ জন মহিলা সহ ৮০ জন রক্তদান করেন ।
ক্লাব সম্পাদক তাপস হাঁসদা জানিয়েছেন , সাহাপুর গ্রামেই বাড়ি ভারতের শহিদ সেনা জওয়ান অরবিন্দ সরকারের । তিনি তাদের সাহাপুর ইউনাইটেড ফুটবল এ্যাসোসিয়েশনের সদস্য ছিলেন । ২০০২ সালে ঝাড়খণ্ডের দান্তেওয়াড়ায় দুস্কৃতিদের পেতেরাখা ল্যান্ডমাইন বিস্ফোরণে মৃত্যু হয় অরবিন্দ সরকারের । তাপস হাঁসদা বলেন , এর পর থেকে প্রতিবছর দেশের এই শহিদ সেনাজওয়ান স্মরণে ফুটবল টুর্ণামেন্ট ও রক্তদান শিবিরের আয়োজন করা হয়ে আসছে ক্লাবের তরফে । শহিদ সেনা জওয়ান কে শ্রদ্ধা জানাতেই এমন উদ্যোগ নেওয়া হয় বলে ক্লাব সভাপতি সন্দীপ পাল জানিয়েছেন ।