আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

শক্তিগড়ের দুটি ল্যাংচা দোকানে ঢুকে মোটা টাকা হাতসাফাই করেনিয়ে পালালো দুই বিদেশী খরিদ্দার

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

বর্ধমান ( প্রদীপ চট্টোপাধ্যায় ) :- খরিদ্দার সেজে দুটি ল্যাংচার দোকানে ঢুকে অভিনব কায়দায় মোটা টাকা হাত সাফাই করেনিয়ে পালালো দুই বিদেশী। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের  শক্তিগড়ে ।এখানকার প্রসিদ্ধ দুটি  ল্যাচার দোকান থেকে ২৫ হাজার টাকার বেশি  বিদেশিরা  হাতসাফাই করেনিয়ে পলিয়েছে বলে দোকান মালিকরা অভিযোগে জানিয়েছেন ।ব্যবসায়ীদের অভিযোগের ভিত্তিতে  দোকানের  সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পুলিশ টাকা  হাতসাফাইয়ের ঘটনায় জড়িতদের খোঁজ শুরু করেছে ।

শক্তিগড়ের জাতীয় সড়কের দুপাশে রয়েছে
অসংখ্য ল্যাংচার দোকান । যে দুটি ল্যাংচার  দোকানে বিদেশীরা হাত সাফাইয়ের ঘটনা ঘটিয়েছে  বলে অভিযোগ তার  একটির মালিক হলেন প্রভাশিষ রায়। আর অপরটির মালিক মিলন মল্লিক । প্রভাশিষ বাবু বলেন , রবিবার সন্ধ্যার পর চারচাকা গাড়িতে চড়ে আসা  মাঝ বয়সী এক পুরুষ ব্যক্তি এবং বোরখা পরিহীত এক মহিলা তার দোকানে আসেন । তখন দোকানে যথেষ্ট ভিড় ছিল ।সামান্য টাকার  ল্যাংচা কেনার পর ক্যাশ কাউন্টারে থাকা ব্যক্তিকে বড় অঙ্কের টাকার নোট দেন ওই পুরুষ ব্যক্তি  । ল্যাংচার মূল্যের
টাকা কেটে নিয়ে ক্যাশ কাউন্টারে থাকা ব্যক্তি বাকি টাকা ওই ব্যক্তিকে ফেরত দেয় । তখনই   ওই ব্যক্তি  নকল টাকা ও  আশল টাকা চিনিয়ে দেবার অছিলায় ক্যাশ বাক্সের ড্রায়ারে ঝুঁকে পড়ে  সুনিপুন কায়দায় টাকায় হাত সাফাই করে নেয় । কেউ কিছু বুঝে উঠতে পারার আগেই দুজনে গাড়িতে উঠে কলকাতার দিয়ে রওনা হয়েযায় । অপর ল্যাংচার দোকানের মালিক মিলন মল্লিক  বলেন ,প্রাভাশিষ বাবুর দোকান থেকে কিছুটা পথ দূরে রয়েছে  তাঁর ল্যাংচার দোকান । ওই ব্যক্তিরা প্রভাশিষ বাবুর দোকানে হাতসাফাই সেরে তার দোকানে হাজির হয় । দুজনেই ইংরেজিত কথা বলছিল। তারা ফরেনার মনেহওয়ায় দোকানের সবাই তাঁদের আপ্যায়ন করে।

মিলন বাবু বলেন, সামান্য টাকার ল্যাংচা কিনে তাঁর  দোকানেও
ওই পুরুষ ব্যক্তি বড় অংকের টাকার নোট দেন । ক্যাশ কাউন্টারে থাকা কর্মী ল্যাংচার দাম কেটে নিয়ে বাকি টাকা তাঁকে ফেরত দেয় ।  ওই সময়ে জাল নোট ও আশল নোট চিনিয়ে দেবার একই রকম অছিলায় তাঁর দোকানের ক্যাশ বাক্সের ড্রয়ারে হাতদিয়ে একই  ওই ব্যক্তি টাকা হাত সাফাই করেনেয় । দুই ব্যবসায়ী বলেন, তাঁরা এই হাতসাইয়ের বিষয়ে প্রথমে কিছুই  বুঝে উঠতে পারেন নি ।

পরে রাতে বিক্রি বাটার  ক্যাশ মেলাতে গিয়ে তাঁদের চোখ কপালে ওঠে  । ক্যাশে টাকা কম হচ্ছে কেন খোঁজ চালাতে গিয়ে  তাঁরা সিসিটিভি ফেটেজ খতিয়ে দেখেন । তখনই তাদের সামনে আসে টাকা হাত সাফাইয়ের ঘটনা । দুই ব্যবসায়ীর অভিযোগ তাঁদের দুজনের  দোকান থেকে ২৫ হাজার টাকার বেশি ওই ব্যক্তিরা হাত সাফাই করেনিয়ে পালিয়েছে । খবর পেয়ে রাতেই  শক্তিগড় থানার পুলিশ দুটি দোকানে যায়।
সিসিটিভি ফুটেজে ধরা পড়ছে ওই দুই ব্যক্তি  দোকানে ঢুকেছে ও বেড়িয়ে গেছে পায়ে হেঁটে ।কোন গাড়ির ছবি সিসিটিভি ফুটেজে  ধরা পড়ে নি।সুতরাং তারা কি ভাবে বা কোন গাড়িতে করে অপারেশন করতে এসেছিল  তা নিয়ে পুলিশও  ধন্দে পড়েগেছে । শক্তিগড় থানার পুলিশ সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে ঘটনার  তদন্ত শুরু করেছে।

See also  তৃণমূল নেতাদের বিক্রী করা ওভারলোড মাটি বোঝাই ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু নিরীহ গ্রামবাসীর- প্রতিবাদে মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি