আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

লুঙ্গি বাহিনী অশান্তি ছড়াচ্ছে বলা নিয়ে দিলীপ ঘোষকে তীব্র কটাক্ষ করলেন মন্ত্রি সিদ্দিকুল্লাহ চৌধুরী

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

প্রদীপ চট্টোপাধ্যায় বর্ধমান ১৮ ডিসেম্বর 

সিএএ পাশ হবার পরথেকে লুঙ্গি বাহিনী রাজ্যে  অশান্তি ছড়াচ্ছে বলে মন্তব্য করে চলেছেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ । আর বুধবার পূর্ব  বর্ধমান গ্রন্থাগার বইমেলার উদ্বোধনে  এসে দিলীপ ঘোষের এই মন্তব্য নিয়ে তীব্র কটাক্ষ করলেন  রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী ।

এদিন বর্ধমানের সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ প্রসঙ্গে সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেন ,“আসলে ওই লোকটা খুব ল্যাংটা  লোক।  ওর পুব পশ্চিম জ্ঞান নেই।সাংসদ হয়েছে ,কিন্তু রাখাল বাগালের মত কথা বলে । ” সিদ্দিকুল্লাহ চৌধুরী এদিন আরো বলেন , যারা খাঁটি মুসলমান তারা এইসব অশান্তির ঘটনা ঘটাবে না ।

আর টুপি ও লঙ্গিতো খোলা বাজারেই কিনতে পাওয়া যায় । টুপি ও লুঙ্গি পরারা সকলেই  মুসলমান একথা কিকরে ওরা বলছে। সিদ্দিকুল্লাহ বাবু দাবি করেন, রাজ্যের  বেশ কয়েকটি জায়গায় এনআরসি ও সিএএ বোরোধী আন্দোলন শান্তি পূর্ণ না থাকার জন্য কিছুলোক দায়ী।  আশলে তারা  গোলমাল পাকিয়ে কেন্দ্রের শক্ত করতে  চাইছে।

যাতে রাষ্ট্রপতি শাসন জারী করা যায়।পাশাপাশি তিনি এদিন জানিয়েদেন ,আগামী রবিবার কলকাতার রাণীরাসমনি রোডে জমিয়তে উলেমায়ে হিন্দ সভা করবে। সকল ধর্ম সম্প্রদায়ের মানুষকে নিয়ে সেই সভা অনুষ্ঠিত  হবে।

See also  বর্ধমান পৌরসভার নতুন পৌর প্রশাসক হলেন বর্ধমান দুগাপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ মমতাজ সংঘমিতা

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি