প্রদীপ চট্টোপাধ্যায় ( বর্ধমান ) :- লগডাউনের তৃতীয় দিনে গ্রামে গঞ্জের বাজারে অস্বাভাবিক ভাবে বেড়েগেল পিঁয়াজের দাম ।
বুধবার পূর্ব বর্ধমানের আউশগ্রামের বেলাড়ি গ্রামের সব্জি বাজারে পেঁয়াজ বিক্রি হল ৪০ টাকা কেজি দামে। দেশ জুড়ে লগডাউন ঘোষনা হবার সাথে সাথে ২০ টাকা কেজির পিঁয়াজ রাতারাতি ৪০ টাকা হয়ে যাওয়ায় মাথায় হাত পড়েগেছে বেলাড়ি গ্রামের মানুষজনের ।ফের হয়তো পিঁয়াজের মূল্য নাগালের বাইরে চলেযেতে পারে এমনটা আশঙ্কা তৈরি হওয়ায় এদিন বেলাড়ি গ্রামের বাজারে পেঁয়াজ কেনার হুড়োহুড়ি পড়েযায়। আর্থিক সামর্থবান ক্রেতারা যে যতটা পারলেন পিঁয়াজ কিনেনিয়ে নিজেদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। বেলা গড়ানোর সাথেসাথে বেলাড়ি গ্রামের সব্জি বাজারে পিঁয়াজের আকাল পড়েযায় ।
মারণ ভাইরাস করোনা সংক্রমণের জরে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে ভারত সহ গোটা বিশ্বে ।প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা।এই পরিস্থিতি মোকাবিলার জন্য আগামী ২১ দিন দেশজুড়ে লগডাউন জারি থাকবে বলে মঙ্গলবার ঘোষনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আউশগ্রামের বেলারি গ্রামের বাসিন্দা সেখ বাবলু এদিন বলেন , লগডাউনের সূযোগ নিয়ে কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফা লোটার জন্য রারারাতি পিঁয়াজের দাম ডবোল করে দিয়েছে । বাবলু বাবু জানান মঙ্গলবার পর্যন্ত বাজারে ২০-২৫ টাকা কেজি দরে পিঁয়াজ পাওয়া যাচ্ছিল ।এদিন বেলাড়ি গ্রামের সব্জি বাজারে সেই পেঁয়াজের দাম ব্যবসায়ীরা ৪০ টাকা কেজি নেওয়া শুরু করেদেন। বেশকিছু ক্রেতা এই মূল্য বৃদ্ধির প্রতিবাদ করলেও ব্যবসায়ীরা তানিয়ে কর্ণপাতই করেতে চান না ।উল্টে ওই ব্যবসায়ীরা যুক্তি দেখানো শুরু করেন, ‘লগডাউনের জন্য পিঁয়াজ আমদানি হচ্ছেনা বলে চড়া হয়েছে পিঁয়াজের দাম । আগামী কয়েকটা দিন পিঁয়াজের নাকি আকাল ও দেখাদিতে পারে ।’এইসব কথা শুনে আর্থিক ভাবে বিত্তশালী পরিবারে লোকজন যে যতটা পারলেন ৪০ টাকা কেজি দামেই পিঁয়াজ কিনেনিয়ে নিজেদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। এদিন একটু বেলায় যারা বেলারি গ্রামের বাজারে সব্জি কিনতে পৌছান তাঁরা কেউই আর বাজারে পিঁয়াজের দেখা পাননি। জানাগেছে জেলার অন্যান ব্লকের বাজারেও এদিন উর্ধ্বমুখী থাকে পিঁয়াজের বাজার দর । পিঁয়াজের এই মূল্য বৃদ্ধি নিয়ে প্রশাসনিক হস্তক্ষেপের দাবি করেছেন আউশগ্রামের বাসিন্দারা ।আউশগ্রাম ১ ব্লকের বিডিও চিত্তজিৎ বসু যদিও জানিয়েছেন, ব্যবসায়ীরা বাজারে চড়া দামে পিঁয়াজ বিক্রী করছেন এমন অভিযোগ এখনও পাইনি। তবে খোঁজ খবর নেওয়া হবে । যদি কেউ পেঁয়াজ নিয়ে কালোবাজারি করে তবে তাঁদের বিরুদ্ধেও কড়া আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে
অন্যদিকে এদিন বেলায় ভিন্ন ছবি দেখা যায়
পূর্ব বর্ধমানের দেওয়ানদিঘী থানার কুড়মুনের সব্জি বাজারে ।বেলা ১০টা পর্যন্ত এখানকার সব্জি বাজার চালু রাখার নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছিল প্রশাসন ।কিন্তু সেই নিষেধাজ্ঞা অমান্য করেই এদিন দীর্ঘ সময় পর্যন্ত কুড়মুনের সব্জি বাজারের ব্যবসায়ীরা বেচাকেনা চালিয়েযান।এরপরেই পুলিশ বল প্রয়োগ করে সব্জি বাজার থেকে ক্রেতা ও বিক্রেতাদের হঠিয়ে দেয় ।