আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

লক্ষ্মী প্রতিমা কার্নিভ্যাল বুধবার সন্ধ্যা নন্দকুমারের

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাত ধরে বাংলায় কলকাতার রেড রোডে শুরু হয় দুর্গা প্রতিমা কার্নিভ্যাল।  আর সেই দেখে বিভিন্ন জেলাতেও শুরু হয়ে কার্নিভ্যাল। বুধবার সন্ধ্যা নন্দকুমারের কুমোড়আড়া তরুণোদয় সংঘের উদ্যোগে আয়োজন করা হয় লক্ষ্মী প্রতিমা কার্নিভ্যাল। নন্দকুমারের কুমোড়আড়া প্রাথমিক বিদ্যালয়ের মাঠে কার্নিভ্যালটি অনুষ্ঠিত হয়। স্থানিয় মহিষাদল ও নন্দকুমার ব্লক থেকে ৩০ টি প্রতিমা কার্নিভ্যালে অংশগ্রহন করে।

সংবাদমাধ্যমের দ্বারা গ্রামবাংলার মানুষ কার্নিভ্যালের কথা শুনলেও সেভা দেখা সম্ভব হয়নি। তাই লক্ষ্মী প্রতিমা কার্নিভ্যালের এলাকার বিভিন্ন প্রান্ত থেকে মানুষের ঢ্ল নামে।প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারি সহ ১৩ তম স্থানাধিকারিদের পুরস্কৃত করা হয়। প্রথম হয়েছে অগ্নি সংঘ, দ্বিতীয় ভাই ভাই সংঘ এবং তৃতীয়  সেভেন স্টার।

প্রথমকে ২০০০ টাকা ও ট্রফি, দ্বিতীয়কে ১৫০০ টাকা এবং ১০০০ টাকা, চতুর্থকে ৫০০ টাকা,  পঞ্চমকে ৪০০ এবং বাকীদের ৩০০ টাকা সাথে ট্রফি প্রদান করা হয়।পুরস্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানিয় বিধায়ক সুকুমার দে, জেলা পরিষদের সদস্যা শ্রীবানী দে কুন্ডু, নন্দকুমার পঞ্চায়েত সমিতির সভাপতি  দীননাথ  দাস সহ অন্যান্যরা।

সংস্থাটি গত ২৯ বছর ধরে লক্ষ্মী মায়ের আরাধনা করে আসছে। কিন্তু ৮ বছর ধরে তারা এলাকার সমস্ত প্রতিমাকে এক জায়গায় জোড় করে এলাকার মানুষকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য কার্নিভ্যালের আয়োজন করা হয়।

See also  কৃষক সেতু ' নিউজ ' এক নজরে

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি