আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

রাজ্যের তিনটি বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের ঝড়

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

পূর্ব বর্ধমান :- রাজ্যের তিনটি বিধানসভা উপনির্বাচন কেন্দ্রে নির্বাচনের ফলাফল ক্রমশ প্রকাশ্যে আসতে শুরু করেছে। খড়গপুর সদর, কালিয়াগঞ্জ ও করিমপুর। এই তিন কেন্দ্রের ফলাফলের দিকে নজর থাকছে বাংলার রাজনৈতিক মহলের।

এই নির্বাচনের ফলাফল আগামীদিনে রাজনৈতিক নির্দেশ করতে পারে বলে অনেক বিশেষজ্ঞ মনে করছেন। প্রথম রাউন্ডে চমক দিয়ে খড়্গপুরে এগিয়েছিল বাম কংগ্রেস জোট। কিন্তু তৃতীয় রাউন্ড শেষে  এগিয়ে যান বিজেপি প্রার্থী প্রেমচাঁদ ঝাঁ। পঞ্চম রাউন্ড শেষে চমকে দিয়ে এগিয়ে গিয়েছে তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার।

গণনার শুরু থেকে কালিয়াগঞ্জে এগিয়ে বিজেপি প্রার্থী কমলচন্দ্র সরকার। করিমপুরে বিজেপির জয়প্রকাশ মজুমদার  প্রথমদিকে এগিয়ে গেলেও, পরে  তৃণমূলের বিমলেন্দু সিংহরায়  বিপুল ভোটে এগিয়ে যান। খড়গপুর (সদর) কেন্দ্রে  প্রথম রাউন্ডের পর বাম-কং জোটপ্রার্থী এগিয়ে থাকলেও, পরে তৃণমূল এগিয়ে যায়। তিন কেন্দ্রেই পোস্টাল ব্যালটে এগিয়ে গেরুয়া শিবির।

সকাল ১০.৫৪:  লড়াইয়ের মোড় ঘুরল কালিয়াগঞ্জে। সপ্তম রাউন্ড শেষে ৩২০০ ভোটে এগিয়ে তৃণূল প্রার্থী তপন দেব সিনহা।
খড়গপুর ও কালিয়াগঞ্জ লোকসভার নিরিখে বিজেপি এগিয়ে থাকলেও বিধানসভা উপ নির্বাচনে জয়ী হওয়ার পথে শাসকদল তৃণমূল কংগ্রেস। অনেকে মনে করছে এনআরসি ইস্যু বিজেপির এই পরাজয়ের কারণ।

তৃণমূলের এই জয়ে মাতলেন বর্ধমান শহর,বর্ধমান শহরের জন নেতা সৈয়দ মোহাম্মদ সেলিমের নেতৃত্বে সবুজ আবিরে অবিরত্ব হলেন বর্ধমান শহরের তৃণমূল কংগ্রেসের কর্মী ও নেতারা।

See also  ভারতে হদিশ মিলল অতি সংক্রামক কোভিড ভ্যারিয়ান্ট BF.7-এর।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি