আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

যুবতীকে ধর্ষনের চেষ্টার অভিযোগে গ্রেফতার যুবক

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

প্রদীপ চট্টোপাধ্যায়  বর্ধমান ২৫ অক্টোবর 

যুবতীকে ধর্ষণের  চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে  বর্ধমান মহিলা থানার পুলিশ ।  ধৃতের নাম অলোক পোড়েল ।  
রায়না থানার বীরপুর গ্রামে ধৃতের বাড়ি ।  বৃহস্পতিবার রাতে বাড়িথেকে পুলিশ তাঁকে গ্রেফতার করে ।  শুক্রবার ধৃতকে পেশ করা হয়  বর্ধমান আদালতে ।  বিচারক  ৭ নভেম্বর পর্যন্ত ধৃতকে  বিচার বিভাগীয় হেপাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন । 


পুলিশ সূত্রে জানাগেছে , যুবতীর বাড়ি মন্তেশ্বর থানার হাটপাড়ায় । বেশ কিছুদিন আগে একটি বিয়ে বাড়ির অনুষ্ঠানে যেচে যুবতীর সঙ্গে পরিচয় করে আলোক ।  সে কায়দা করে যুবতীর ফোন নম্বার চেয়ে নেয় । ১৭ অক্টোবর অলোক ফোনকরে যুবতীকে  বর্ধমানের সদোরঘাটে আসতে বলে । অভিযোগ ওই দিন সদোরঘাটে দামোদরের পাড়ে যুবতীকে জোরকরে নিয়েগিয়ে অলোক ধর্ষনের  চেষ্টা করে । যুবতী চিৎকার শুরু করলে  স্থানীয়রা ছুটে আসে ।  তখনই    অলোক পালায় । এই ঘটনার কথা উল্লেখ করে যুবতী বর্ধমান মহিলা থানায় অভিযোগ দায়ের করেন ।

See also  গান গেয়ে গেয়ে সবাইকে লকডাউনে সামিল করাচ্ছেন ওষুধের দোকানের কর্মচারী সুকান্ত

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি