পুজোর ছুটিতে বাড়ি এসেছিলেন ননী গোপাল প্রধান ছেলে ২০ বছরের মানিক প্রধান। লক্ষ্মী পূজার দিন সকালে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় মানিক প্রধানের।
মানিকের বাড়ি দীঘা বিলামুডিয়া গ্রাম। কাঁথি পি কে কলেজের তৃতীয় বর্ষের ছাত্র ছিল। বাড়ির সিলিং ফ্যান বাড়ির সিলিং ফ্যান কাপড়ে ফাস্ট দিয়ে আত্মহত্যা করে মানিক।
কেন এই আত্মহত্যা তদন্ত নেমেছে দীঘা মোহনা উপকূল থানার পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি পুলিশ।
krishna Saha
আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি