বর্ধমান ( প্রদীপ চট্টোপাধ্যায় ) :- টেন্ডার পাস করানিয়ে তৃণমলের দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত হলেন দশ জন। শুক্রবার বিকালে এই সংঘর্ষের ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের পানড়েয়ায় । খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থকেন্দ্রে নিয়ে যায় । গুরুতর আহত বেশ কয়েকজনকে সেখান থেকে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়েছে । এই ঘটনার পর থেকে থমথমে হয়ে রয়েছে গোটা এলাকা । উত্তেজনা থাকায় পুলিশ এলাকায় টলদারি জারি রেখেছে । একই সঙ্গে শুরু ধরপাকড় । পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে ,,মন্তেশ্বরের পানবড়েয়া এলাকায় রয়েছে শুশুনীয়া পঞ্চায়েত অফিস ।এলাকায় নতুন ঢালাই রাস্তা ও বেশ কিছু উন্নয়ন কায করার পরিকল্পনা নেয় পঞ্চায়েত । শুক্রবার পঞ্চায়েত অফিসে সেইসব কাজের টেন্ডার প্রক্রিয়া শুরু হয় ।টেন্ডার বক্স খোলার আগে এলাকার দুই তৃণমূল নেতা নাসিরুদ্দিন খান ও তন্ময় বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠীর লোকজন জড়ো হয় পঞ্চায়েতের অফিসের বাইরে । টেন্ডার বক্স ওপেন হতেই কাজ পাওয়া ও না পাওয়া নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর লোকজন বিবাদে জড়িয়ে পড়ে । অনিয়ম করে টেন্ডার পাস করানো হয়েছে বলে দুপক্ষের মধ্যে প্রথমে হাতাহাতি পরে ব্যাপক সংঘর্ষ বেঁধেযায় । সংঘর্ষ নিয়ন্ত্রণে আনার পর পুলিশ পঞ্চায়েতের সিসিটিভি ফুটেছ সংগ্রহ করে ঘটনার তদন্ত শুরু করেছে ।
মন্তেশ্বর ব্লক তৃণমূলের সভাপতি আজিজুল সেখ বলেন,‘ অত্যন্ত নিন্দনীয় ঘটনা ঘটেছে ।দলের উর্ধতন কতৃপক্ষকে সব জানিয়েছি।পঞ্চায়েতে গিয়ে অশান্তি মারপিট করার ঘটনায় জড়িত সকলের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।’
krishna Saha
আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি