–ঐন্দ্রিলা হালদার
আমাদের এই মানবজীবন-
কতই যেন উদব্যস্ত!
তবুও তো চিরস্থায়ী
পশ্চিমের সূর্যাস্ত।।
সময়ের কভু নেই বিশ্রাম!
ঘড়ির কাঁটাও চলছে গড়গড়–
জীবনের পথেও কত কাঁটা
তবুও চলে নিরন্তর।।
জীবনের শত দুঃখ কষ্ট
করেছি আমি আপন,,
হাসিমুখে সব করেছি বরণ,
মনেতে রেখেছি গোপন।।
যন্ত্রনা আর লাঞ্ছনা-
শিখিয়েছে হতে দুঃসাহসী,
তাই আজ পাপ-পুণ্যের বোঝা নিয়ে
জীবন বেঁধেছি।।