আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

ভাতারে মোটর বাইক ও মারুতি গাড়ির মুখোমুখি সংঘর্ষ । মৃত্যু কলেজ ছাত্রের । জখম দুই সহপাঠী ।

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

প্রদীপ চট্টোপাধ্যায় বর্ধমান ১৯ অক্টোবর 

মারুতি ভ্যান ও মোটর বাইকের মুখোমুখি  সংঘর্ষে মৃত্যু হল বাইক আরোহী এক যুবকের  ।গুরুতর জখম হয়েছেন বাইকে সওয়ার থাকা মৃত যুবকের অপর দুই বন্ধু । শনিবার বিকালে  মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে  পূর্ব  বর্ধমানের  ভাতারের পাটনা মোড় এলাকায় । পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে , মৃত যুবকের নাম   মিরাজ  শেখ (২০)। জখমরা হলেন আসাদ শেখ ও মুন্না শেখ । তিনজনই ভাতারের পাটনা গ্রামের বাসিন্দা । দুর্ঘটার জেরে বেশকিছু সময়ের জন্য  বর্ধমান কাটোয়া রোডে থমকে যায় যানবাহন  চলাচল ।

আরও পড়ুন: আইপিএলের কাউন্টডাউন শুরু! নিলাম হবে কলকাতায়, দিনক্ষণ ঘোষণা করল বিসিসিআই

 মৃতর দাদা আরজ শেখ জানিয়েছেন , বাইক  আরোহীরা  তিন বন্ধু।  তারা ভাতার কলেজের  দ্বিতীয় বর্ষের ছাত্র  ।  আরজ শেখ বলেন, প্রাইভেট পড়তে এদিন  বিকালে তিন বন্ধু একটি  মোটর বাইকে চড়ে  বর্ধমান- কাটোয়া রোড ধরে ভাতারের দিকে  যাচ্ছিল ।   প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন , বিপরীত দিক থেকে দ্রত গতীতে আসছিল মারুতি গাড়িটি । পাটনা মোড়ে একে অপরকে  পাস কাটিয়ে যাবার সময়ে  নিয়ন্ত্রণ হারালে   বাইক ও মারতি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় ।  গুরুতর জখম অবস্থায়  সড়ক পথের উপর  লুটিয়ে পড়ে  বাইক আরোহী তিন যুবক ।  ঘটনাস্থলেই মৃত্যু হয় মিরাজ শেখের ।  পুলিশ ও স্থানীয়  মানুষজন  জখম দুই বাইক আরোহী মুন্না শেখ ও আসাদ শেখকে  উদ্ধার করে  বর্ধমান মেডিকেল কলেজ ও সাসপাতালে পাঠায় । দুর্ঘটনার পরেই পালায় মারুতি গাড়ির চালক ।  পুলিশ দুর্ঘটনাগ্রস্থ দুটি গাড়ি আটক করে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে ।  ছাত্রের অকাল মৃত্যুতে এলাকায়  শেকের ছায়া নেমে এসেছে । 

See also  বধূকে পুড়িয়ে মারার অভিযোগ স্বামী ও শ্বশুর বাড়ির বিরুদ্ধে ।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি