মারুতি ভ্যান ও মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল বাইক আরোহী এক যুবকের ।গুরুতর জখম হয়েছেন বাইকে সওয়ার থাকা মৃত যুবকের অপর দুই বন্ধু । শনিবার বিকালে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের ভাতারের পাটনা মোড় এলাকায় । পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে , মৃত যুবকের নাম মিরাজ শেখ (২০)। জখমরা হলেন আসাদ শেখ ও মুন্না শেখ । তিনজনই ভাতারের পাটনা গ্রামের বাসিন্দা । দুর্ঘটার জেরে বেশকিছু সময়ের জন্য বর্ধমান কাটোয়া রোডে থমকে যায় যানবাহন চলাচল ।
আরও পড়ুন: আইপিএলের কাউন্টডাউন শুরু! নিলাম হবে কলকাতায়, দিনক্ষণ ঘোষণা করল বিসিসিআই