পূর্ব বর্ধমান – জেলার এরুয়ার গ্রাম পঞ্চায়েতের রামপুর গুপ্তা বাড়ির লক্ষী পূজা পালিত হচ্ছে মহা ধুমধামে।
গতবছর এ বাড়ির এক সদস্য কল্লোল গুপ্তা মারা যান, তাই গত বছর গুপ্ত বাড়িতে লক্ষ্মী পূজা হয়নি। প্রায় সত্তর বছর ধরে গুপ্ত বাড়ির পূজা হয়ে আসছে মহা ধুমধামে। এই পূজা গুপ্তা বাড়ির হলেও বর্তমানে তা সর্বজনীন রূপ নিয়েছে ,কারণ এই লক্ষ্মী পূজার কদিন গ্রামের সকল সম্প্রদায়ের মানুষ একত্রিত হয়ে আনন্দে মেতে ওঠে । গ্রামের অধিকাংশ মানুষের তিন দিন দুপুরের খাবারের ব্যবস্থা করেন গুপ্তা পরিবার । তিন দিন বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এই লক্ষ্মীপুজো কে কেন্দ্র করে। দূর্গা উৎসব বাঙালির সেরা উৎসব হলেও রামপুরের গুপ্তা বাড়ির লক্ষ্মী পূজা গ্রামের বড় উৎসবে পরিণত হয়েছে।
আজ গুপ্তা বাড়ির লক্ষ্মী পূজার শুভ সূচনা করেন ভাতার বিধানসভার বিধায়ক সুভাষ মন্ডল।
ভাতার বিধানসভার বিধায়ক সুভাষ মন্ডল জানান ,দূর্গা উৎসব এর পরপরই দেবী লক্ষ্মীর আরাধনা করা হয়। ভাতার ব্লক জুড়ে বিভিন্ন জায়গায় এই লক্ষ্মী পূজা পালিত হয়। আজ আমি এসেছি গুপ্তা বাড়ির লক্ষ্মী পূজার অনুষ্ঠানে ।কিন্তু এসে দেখছি এটা গুপ্ত বাড়ির পূজা শুধু নয় সর্বজনীন রূপ নিয়েছে।
গুপ্ত বাড়ি সদস্য বিশ্বনাথ গুপ্তা জানান এ বছর আমাদের পূজার সূচনা করেন ভাতার বিধানসভার বিধায়ক সুভাষ মন্ডল পাশাপাশি তিনদিন ধরে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে গত বছর আমরা পূজা করতে পারিনি বিশেষ কারণে আমাদের বাড়ির এক সদস্য মারা যান এ বছর বাড়ির সকলে মেতে উঠেছে এই লক্ষ্মী পূজা কে কেন্দ্র করে পাশাপাশি আমরা এরুয়ার অঞ্চল এর যে সমস্ত কৃতি ছাত্র-ছাত্রী ও কৃতী খেলোয়াড়দের লক্ষ্মী পূজা উপলক্ষে সম্মান জানাবো।
ওটা গ্রাম মেতে উঠেছে কোজাগরী লক্ষ্মী পূজা কে কেন্দ্র করে।