আমিরুল ইসলামের – ভাতার
পূর্ব বর্ধমান জেলার ভাতার ব্লকের কাঁটার গ্রামের প্রদীপ কুমার কোনার, তিনি দীর্ঘ 29 বছর ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত ছিলেন।গত শনিবার গভীর রাতে তিনি মারা যান, শারীরিক অসুস্থতার কারণে। তিনি কর্মরত ছিলেন জম্মু-কাশ্মীরে। জম্মু-কাশ্মীর তিনি মারা যান।
গতকাল গভীর রাত্রে তার মৃতদেহ কাঁটার গ্রামে আসে। আসার সাথে সাথেই গ্রামের সকল সম্প্রদায়ের মানুষ কান্নায় ভেঙে পড়েন।তিনাকে শেষ শ্রদ্ধা জানাতে হাজির ছিলেন ভারতীয় সেনাবাহিনীর বেশকিছু জাওয়ান ।উনার এই মৃত্যুর কারণে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।উনার বাড়িতে রয়েছে বর্তমানে উনার স্ত্রী ও এক ছেলে এক মেয়ে এবং মা।