আউস গ্রাম ১ অঞ্চলের বিল্ব গ্রাম পঞ্চায়েতের বড়া গ্রামে আনুমানিক ২৫০ বছরের
উলেখ্য জানাযায় পূর্ব পুরুষ থেকে কালীমাতাকে পূজিত করে আসছেন মুখার্জী পরিবার,এদিন বাড়ির সকল সদস্য মাতোয়ারা জাগ্রত মা কে ঘিরে।
কার্যত বড়া গ্রামে জাগ্রত মা কালীর এই স্থান নামে পরিচিত গোটা গ্রাম জুড়ে। মুখার্জী পরিবারের ছোট বড় কচিকাঁচা আনন্দে উৎফুল্ল ও উচ্ছাসিত।
মুখার্জী পরিবারের দেবরানী মিরা মুখার্জী বলেন, ২৫০ বছর ধরে এই পূজো হয়ে আসছে এই পরিবারে,মিরা দেবী যখন বিবাহ করে মুখার্জী বাড়িতে প্রবেশ করেছিলেন সেই সময় মাটির বাড়ি ছিলো এবং মায়ের মন্দিরও মাটির ছিলো, কার্যত সেই সময় অর্থ উপার্জন কম থাকায় সেই ভাবে জাগজমগ করে পূজো করতে পারতেন না, কিনতু মায়ের নিত্য সেবা প্রতিনিয়ত করে থাকেন। তিনি বলেন আজ যা কিছু আছে সবই মায়ের কৃপায়, তাইতো মাকে দশ ভরি সোনার অলঙ্কার পড়াতে পেরেছি । তিনি আরো বলেন সাধক কমলাকান্ত বাবা ও মায়ের ইচ্ছেই মা পূজিত হচ্ছে মুখার্জী পরিবারে।
অন্যদিকে মুখার্জী পরিবারের দুই ছেলে ও বউরা জানান মা জাগ্রত মায়ের জন্য কোনো কথা হবেনা খুবই আনন্দিত আমাদের এই পরিবার।
মায়ের পুজোকে ঘিরে আতশবাজি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় তিনদিন ব্যাপী।এই অনুষ্ঠানে সমগ্র গ্রামবাসীরা হাজির থাকেন। মুখার্জী পরিবারের আঙিনায়।
krishna Saha
আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি