আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

বৌমা কানের সোনার দুল চুরির অপবাদ দেওয়ায় অপমানে আত্মঘাতী শাশুড়ি

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now


বর্ধমান ( প্রদীপ চট্টোপাধ্যায় ) :-  বৌমা কানের দুল চুরির মিথ্যা অপবাদ দেওয়ায় অপমানে আত্মঘাতী হল শাশুড়ি।  
 এই ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব বর্ধমানের কালনার গোবিন্দবাটি গ্রামে । 
মৃতার নাম কনিকা দেবনাথ (৫০)। তিনি গোবিন্দবাটি গ্রামেরই বাসিন্দা ।শুক্রবার কালনা মহকুমা হাসপাতাল পুলিশ মর্গে কনিকাদেবীর মৃতদেহের ময়নাতদন্ত হয় । 
কালনা থানার পুলিশ এই মৃত্যুর ঘটনার তদন্ত  শুরু করেছে । 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে ,ছেলের বিয়ের পর থেকেই বৌমার সঙ্গে কনিকা দেবনাথের মনোমালিন্য তৈরি হয় । মায়ের সঙ্গে বনিবনা না হওয়ায় কনিকাদেবীর ছেলে তাঁর স্ত্রীকে নিয়ে আলাদা থাকতো । তা সত্ত্বেও  শাশুড়ি ও বৌমার মধ্যে কথা কাটাকাটি  লেগেই থাকতো । অভিযোগ বৌমা শুক্রবার  সকালে তাঁর শাশুড়ি কনিকাদেবীকে কানের সোনার দুল চুরি করার  অপবাদ দেয়। অপমানিত কনিকাদেবী  মিথ্যা অপবাদের কথা পরিবারের অন্যদের জানিয়েই বাড়িতে থাকা সুতো রং করার রাসায়নিক খেয়ে নেন ।  আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে কালনা মহকুমা  হাসপাতালে নিয়ে যাওয়াহয়। কিছু সময় বাদ সেখানেই  শাশুড়ি তার মৃত্যু হয়। কনিকাদেবীর অকাল মৃত্যুতে  শোকস্তব্দ  হয়ে পড়েছেন পরিজন ও প্রতিবেশীরা । 

See also  সেহারা বাজারে বালিকা মাদ্রাসা তে অন্নদান প্রোগ্রাম করল এরীজ এগ্রো লিমিটেড

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি