সেখ সামসুদ্দিনঃ বাগিলা পূর্ণচন্দ্র স্মৃতি বিদ্যামন্দির-এর সুবর্ণ জয়ন্তী উৎসবের সূচনা করেন মেমারির বিধায়ক তথা অনুষ্ঠান সভাপতি নার্গিস বেগম। উপস্থিত ছিলেন সমাজসেবী এম এম মুন্সী, বাগিলা গ্রাম পঞ্চায়েত প্রধান অরবিন্দ ঘোষাল, পঞ্চায়েত সদস্য প্রলয় পাল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অতিথিবর্গ সুবর্ণজয়ন্তী স্মারক পুস্তিকা প্রকাশ করেন এবং অতিথিবৃন্দের হাত দিয়ে শিক্ষা সংক্রান্ত পুরস্কার দেওয়া হয়। ৩ জানুয়ারি থেকে ৫ জানুয়ারি পর্যন্ত আবৃত্তি, নৃত্য, সঙ্গীত, সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক, ম্যাজিক, পুতুল নাচ ইত্যাদি পরিবেশিত হবে। শেষ দিন দুপুরে পুনর্মিলন উৎসব, প্রাক্তনীদের বিচিত্রানুষ্ঠান, শ্রুতি নাটক পরিবেশিত হবে।