আমিরুল ইসলামের (ভাতার)
ভাতারে যে বিজেপির তিনটি মন্ডল রয়েছে সেই তিনটি মন্ডলের নতুন মন্ডল সভাপতি নির্বাচিত হয়েছেন।34 নম্বর মণ্ডলের নতুন সভাপতি হলো সুচিস্মিতা হাটি,আজ তিনি মন্ডলের সমস্ত সদস্যদের নিয়ে সাংগঠনিক বৈঠক করলেন ভাতার বাজারের উৎসব বিয়ে বাড়িতে।উদ্দেশ্য বিজেপির সংগঠনকে আরো জোরদার করা।
34 নম্বর এর নতুন মন্ডল সভাপতি সুচিস্মিতা হাটি জানান আমি নতুন সভাপতি নির্বাচন হওয়ার পর এই প্রথম সাংগঠনিক বৈঠক হলো। উদ্দেশ্য আমাদের কর্মীদেরকে আরো উজ্জীবিত করা। কারণ আমাদের কর্মীদের ওপর মিথ্যা অভিযোগে ফাঁসিয়ে দেয়া হচ্ছে, তাতে করে কর্মীরা ভেঙে পড়ছে ।কর্মীদের মনে সাহস যোগাতে এই সাংগঠনিক বৈঠক।এই সাংগঠনিক বৈঠকে উপস্থিত আছেন ভাতারের বিজেপির অন্যতম নেতা মহেন্দ্রনাথ কোঁয়ার,
34 নম্বর মন্ডলের সভাপতি সুচিস্মিতা হাটি ,33 নম্বর মণ্ডলের সভাপতি রাজকুমার হাজরা ,32 নম্বর মণ্ডলের সভাপতি প্রশান্ত মাঝি ,ও 34 মন্ডলের প্রাক্তন সভাপতি সঞ্চিত ঘোষ।আজকের এই বৈঠকের পর কর্মীরা আরও সাহস পাবে বলে দাবি বিজেপির। থেকে রিপোর্ট।