আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

বালির গাড়ি চেকিংয়ে বের হওয়া ভূমি দফতরের কর্মীদের মারধোর । গ্রেফতার ১০ অভিযুক্ত ।

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now
প্রদীপ  চট্টোপাধ্যায় বর্ধমান ২৮  জানুয়ারি

বালির গাড়ি চেকিংয়ে বেরহওয়া ভূমি দফতরের আধিকারিকদের মারধোরের  ঘটনায় জড়িত ১০ জনকে গ্রেফতার করলো পুলিশ । সোমবার রাতে পূর্ব বর্ধমানের আউশগ্রাম থানার পুলিশ তাঁদের গ্রেফতার করে । পুলিশ জানিয়েছে ধৃতদের নাম আবসার মোল্লা,নুর হোসেন সেখ ,সবুর মল্লিক ,সেখ পাপ্পু , হাসিবুর মোল্লা ,সামাদ মোল্লা,আয়ূব সেখ , সেখ মনসুর, সেখ মামুদ মনোয়ার ও সেখ মণিরুল । ধৃতদের প্রত্যেকের বাড়ি আউশগ্রাম থানার গেঁরাই গ্রামে ।  মঙ্গলবার ধৃতদের পেশ করা হয় বর্ধমান আদালতে ।  বিচারক ধৃতদের  সকলকে জেল সেপাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন । 


পুলিশ সূত্রে জানাগেছে , সোমবার সন্ধ্যায়  ভূমি দফতরের আধিকারিকরা সড়কপথে  বালির গাড়ি চেকিংয়ে  বেরহন । চেকিং করতে  করতে ভূমি দফতরের আধিকারিকরা সন্ধ্যার কিছুটা পর আউশগ্রাম ২ ব্লকের অমরপুর অঞ্চলের গেঁরাই বাস স্ট্যান্ডের কাছে পৌছান ।  তখনই অভিযুক্তরা ভূমি দফতরের কর্মীদের উপর হামলা চালায় । জেলা ভূমি আধিকারিক শশীকুমার  চৌধুরী  বলেন  , পুলিশকে সঙ্গে নিয়েই  ভূমি দফতরের আধিকারিক দল  গেঁরাই এলাকায়  যখন  যাচ্ছিলেন তখন একদল লোক ভূমি দফতরের গাড়ির পথ  আটকায় । তারা  ভূমি দফতরের আধিকারিকদের জোরজবস্তী গাড়ি থেকে নামিয়ে মারধোর শুরু করে । দফতরের দুটি গাড়িতেও ভাঙচুর চালায় । বাধা দিতে গিয়ে পুলিশ হামলাকারীদের হাতে  আক্রান্ত হয় । পরে ছোড়া ফাঁড়ি থেকে অতিরিক্ত পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌছে আধিকারিকদের উদ্ধার করেন । এই ঘ টনা বিষয়ে রাতেই আউশগ্রাম  থানায় অভিযোগ দায়ের করা হয় । পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে হামলার ঘটনায় জড়িত  ১০ জনকে গ্রেফতার করেছে ।  জেলা পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় জানিয়েছেন , ঘটনার সঙ্গে জড়িত ১০ জনকে  ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে । বাকি অভিযুক্তদের খোঁজ চলছে । তাদেরও  গ্রেফতার করা হবে । 
  
See also  বৈশালী বন্ধু সংঘ ক্লাবের কালীপুজোর প্রধান আকর্ষণ ছিল যুব আইকন দেবাংশু ভট্টাচার্য্য এবং টলি অভিনেত্রী পায়েল সরকার

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি