বৃহস্পতিবার দুপুরে পুলিশ ঐ মৃতদেহ উদ্ধার করে।পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, বাঁকুড়া স্টেশন থেকে বেশ খানিকটা দূরে রেললাইনের ধারে একটি পুকুরের পাঁকের মধ্যে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখা যায়।
স্থানীয় মহিলারা এদিন দুপুরে ঐ পুকুরে স্নান করতে গিয়ে বিষয়টি প্রথম দেখতে পান। তারাই এলাকার মানুষকে ঘটনার কথা জানান।
খবর দেওয়া হয় বাঁকুড়া সদর থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে।বাইট: রামেশ্বর মুখী (স্থানীয় বাসিন্দা)