আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

প্রয়াত হলেন মহানায়কের স্নেহভাজন অভিনেতা ফকিরদাস কুমার

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

বর্ধমান ( প্রদীপ চট্টোপাধ্যায় ) :- বাংলা চলচ্চিত্রের ইতিহাসে আজও স্বর্ণাক্ষরে লেখা রয়েছে  মহানায়ক উত্তম কুমারের নাম । 
আজও তিনি রয়েছেন প্রতিটি বাঙালির হৃদয় জুড়ে । বৃহস্পতিবার জীবনাবসান হল  মহানায়কের সঙ্গেই ১৪টি ছবিতে অভিনয় করা ফকিরদাস কুমারের। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর । ফকিরদাসের মৃত্যুতে  বাংলা চলচ্চিত্র জগৎ হারালো  মহানায়কের সঙ্গে অভিনয় করা আরোএক অভিনেতাকে।  তাই  শোকাচ্ছন্ন শীল্পিমহল।   

পূর্ব বর্ধমানের  মেমারির  সেনপুর গ্রামের বাড়িতে ফকিরদাস কুমার জীবনের শেষ দিনগুলো কাটান । তাঁর তিন পুত্রও অভিনয়ের সঙ্গে যুক্ত। ফকিরদাস কুমার বহু বাংল, হিন্দি ও ওড়িয়া ছবিতে অভিনয় করার পাশাপাশি অসংখ্য নাটক,টেলিফিল্ম, যাত্রা পালাতেও অভিনয় করেছেন । উত্তম কুমার অভিনীত ছবিতে পরিবারের বিশ্বস্ত সহযোগী কিংবা  পুরনো লোকের ভূমিকায় ফকিরদাসের উপস্থিতি থাকতোই । 
। 


পরিবার সদস্যরা জানিয়েছেন ,অল্প বয়সে কেষ্টযাত্রার মধ্য দিয়ে অভিনয়ে হাতেখড়ি হয়ছিল  ফকিরদাসের । পরবর্তি সময়ে  রেলে চাকরি করলেও তিনি অভিনয়ে ইতি টানেননি ।অভিনয়ের সুবাদেই  তিনি উত্তমকুমারের  প্রিয়ভাজন হয়ে উঠেছিলেন। একই সাথে তিনি  পরিচালক তরুণ মজুমদারেরও কাছের মানুষ হয়ে উঠেছিলেন । দীর্ঘ অভিনয় জীবনে তিনি  সৌমিত্র চট্টোপাধ্যায় ;সুপ্রিয়া দেবী ;সুচিত্রা সেন, উৎপল দত্ত ,প্রসেনজিৎ,তাপস পাল, দেবশ্রী ;শতাব্দী; সন্ধ্যা রায় সহ অনেক অভিনেতা  অভিনেত্রীর সাথে কাজ করেছেন।

বেতার শিল্পী হিসেবে তাকে হাতে  গড়ে তৈরি করেছিলেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। এতসব কিছুর পরেও শিল্পী হিসেবে যথাযোগ্য মর্যাদা  না পাওয়ায় আক্ষেপ ফকিরদাসকে  তাড়িয়ে বেড়াতো। তবুও জীবনের শেষ দিন পর্যন্ত ফকিরদাস মহানায়ককের স্মৃতি  অাকড়েই বেঁচে ছিলেন । 



See also  জোর কদমে পুজো প্রস্তুতি চলছে ভাতারের সাহেবগঞ্জ বাসস্ট্যান্ড আমরা কজন পরিচালনায়।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি