পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার অন্তর্গত পঁচেত মোড়ের কাছে ঘটে যায় পথ দুর্ঘটনা।জানা যায় আড়গোয়াল এর দিক থেকে আসাএকটি ট্রেকারের সাথে অপরে দিক থেকে আসা একটি ট্রেকার রাস্তার পাশে ধান জমিতে উল্টে যায়।এর জেরে আহত হয় ৬ জন।
এই ঘটনা দেখে ছুটে আসেন স্থানীয় মানুষজন।তাদের উদ্ধার করে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়।এই বিষয়ে স্থানীয়দের অভিযোগ,’দুটো গাড়ি তীব্র গতিতে রেসারেসির জেরেই এই বিপত্তি।কিছুদিন আগেই একই ঘটনা ঘটেছিল পটাশপুর থানার অন্তর্গত চন্দনপুরে।কবে বন্ধ হবে এই ঘটনা।
সরকারের নিয়ম কে বুড়ো আঙুল দেখিয়ে প্রতিদিন ট্রেকারে যাত্রী ওভারলোড করে নিয়ে যাওয়া হয়।অবশ্য পুলিশ দেখে মূল্যে কুলুপ ও চোখে কালো কাপড় দিয়েছে।যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী বারংবার সেফ লাইফ সেভ ড্রাইভ এর কথা সকলকে সচেতন করাচ্ছেন।যেখানে কোটি কোটি টাকা ব্যয় হচ্ছে এই প্রকল্পের জন্য। কিন্তু তার পরও কেনো পুলিশ কোনো পদক্ষেপ নিচ্ছে না এবং মুখ্যমন্ত্রীর নির্দেশ মানতে নারাজ এই জেলার পুলিশ প্রশাসনআর তা নিয়ে উঠছে প্রশ্ন।