আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

পূর্ব বর্ধমান জেলাপুলিশের বড়সড় সাফল্য, ধরা পরলো বাইক চুরির বড় চক্র

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now
কৃষ্ণ কুমার সাহা
পূর্ব বর্ধমান জেলাপুলিশের বড়সড় সাফল্য, ধরা পরলো বাইক চুরির বড় চক্র। এই চুরির ঘটনায় ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং উদ্ধার হয়েছে ২৮টি মোটরবাইক। জেলাপুলিশ সুপার ভাষ্কর মুখার্জী সাংবাদিক সম্মেলনে বলেন, মাধবডিহি থানা পুলিশ একটি বাইক চুরির ঘটনায় তদন্ত করতে নেমে জানতে একটা বড় চক্র বাইক চুরির ঘটনা ঘটাচ্ছে। 

প্রথমে এই ঘটনায় যুক্ত শেখ গিয়াসুদ্দিন ওরফে ফটিক কে গ্রেপ্তার করে মাধবডিহি থানার পুলিশ। তার কাছ থেকে সূত্র ধরে আরো পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং উদ্ধার করা হয়েছে ২৮টি বাইক। এই বাইক গুলি বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করা হয়েছে এবং তার ইঞ্জিন ও চেচিস নম্বর গুলি বিভিন্ন থানায় পাঠানো হয়েছে এর মালিকের খোঁজের উদ্দেশ্যে। 
তিনি আরো বলেন, এতো গুলি বাইক সহ ছয় জনকে গ্রেপ্তারের ঘটনা জেলা পুলিশের  বড়সড় সাফল্য বলে মনে করছেন। ধৃতদের জিঞ্জসাবাদ করে জানার চেষ্টা চলছে যে, এই চুরির ঘটনায় আরো কেউ জরিত আছে কি না বা এরা আন্তরাজ্যে বাইক চুরির গ্যাঙ গুলির সাথে জরিত আছে কি না।

See also  পরিযায়ী শ্রমিকদের জন্য এরাজ‍্য কাজ নেই খুব দুঃখজনক বললেন সুজন

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি