বেনিয়ম করে হওয়া টেন্ডার প্রক্রীয়া বাতিল ঘোষনা করতে বাধ্য হন পঞ্চায়েত প্রধান ।এরপর থেকেই অশান্তি চরমে উঠেছে পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের জাড়গ্রাম পঞ্চায়েতে। শিকেয় উঠেছে পঞ্চায়েতের কাজকর্ম । সম্প্রতি পঞ্চায়েত অফিসে চড়াও হয়ে এলাকার একদল লোক মহিলা প্রধান কে ধর্ষণ করে খুনের হুমকিও দিয়েগেছে অভিযোগ। এই হুুমকি দেবার ঘটনা বিষয়ে জামালপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রধান । পুলিশ মামলা রুজু করে তদন্ত শুরু করলেও অভিযুক্তদের কেউ এখনও গ্রেফতার হয়নি । যদিও এই অশান্তির জন্য পঞ্চায়েত প্রধানের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন উপ প্রধান এবং চার সদস্য। এই পরিস্থিতিতে নিয়ম মেনে পঞ্চায়েত যাতে চলে তারজন্য ব্লক প্রশাসন কি ব্যবস্থা নেয় এখন সেদিকেই তাকিয়ে জাড়গ্রামবাসী ।
পঞ্চায়েত নির্বাচনের পর প্রধান ও উপপ্রধান নির্বাচনের সময়থেকেই গোলযোগ তৈরিহয় তৃণমূল পরিচালিত জাড়োগ্রাম পঞ্চায়েতে। শেষমেষ কড়া পুলিশ পাহারায় এক সদস্যাকে প্রধান ও সদস্য সুভাষচন্দ্র কোলেকে উপ্রধান নির্বাচন পক্রিয়া সম্পন্ন করা সম্ভব হয় ।মাঝে কয়েকমাস যাবৎ পঞ্চায়েত ঠিকঠাকই চলছিল । কিন্তু সম্প্রতি সরকারী প্রকল্পের কাজের টেন্ডার করা নিয়ে মহিলা প্রধানের সঙ্গে অন্যদের অশান্তি চরমে ওঠে।
পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে গত ১৯ ডিসেম্বর বিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের করেন উপপ্রধান সুভাষচন্দ্র কোলে সহ চারজন নির্বাচিত সদস্য।সেখ আলাউদ্দিন ,নুরজাহান বিবি, কবিতা ঘোষ , মিতালি সাধুখাঁ প্রমুখ সদস্যরা পঞ্চায়েতের বিভিন্ন উন্নয়ন কাজের বিভাগের সঞ্চালক । লিখিত অভিযোগে তাঁরা বিডিওকে জানান ,“ সরকারী প্রকল্পের একাধীক কাজের (NIT-347/19/JAR ও 348/19/JAR) টেন্ডার কারানোর আগে প্রধান পূর্ত ও অর্থ কমিটির কোন মিটিং করাননি । সরকারী নিয়ম মেনে ওপেন টেন্ডার করার কথা বলা থাকলেও তা মানা হয়নি। নিজের স্বার্থ পুরনের জন্য সবাইকে অন্ধকারে রেখে প্রধান নিজের ইচ্ছামতো একতরফা ভাবে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করিয়েছেন বলে উপ প্রধান ও চার সদস্য অভিযোগ করেন ।এই অভিযোগ পাবার পর ওইদিনই প্রধানকে চিঠি পাঠিয়ে বিডিও টেন্ডার প্রক্রিয়া সংক্রান্ত ব্যাক্ষা চান ।
তাতেই বিপাকে পড়েগিয়ে মহিলা প্রধান লিখিত বিজ্ঞপ্তি জারিকরে ওই টেন্ডার বাতিল ঘোষনা করেন ।এই ঘটনার পরথেকে পঞ্চায়েতে অশান্তি লেগেই থেকে । কয়েকদিন আগে যা চরম আকার নেয় । মহিলা প্রধান গত ২৬ তারিখ থানায় অভিযোগ দায়ের করে জানান , ‘এলাকার একদল লোক পঞ্চায়েত অফিসে চড়াও হয়ে তাঁকে ধর্ষণ করে খুনের হুমকি দিয়েছে । কি কারনো এই ঘটনা তার ব্যক্ষা অবশ্য প্রধান দেন নি । ’ জামালপুর থানার এক পুলিশ অফিসার জানিয়েছেন , অভিযোগের তদন্ত শুরু হয়েছে । অভিযুক্তদের খোঁজ চলছে । পঞ্চায়েতে গোলযোগ প্রসঙ্গে বিডিও শুভঙ্কর মজুমদার বলেন , টেন্ডার নিয়ে অনিয়ম হয়েছিল । ওই টেন্ডার বাতিল হয়েছে । অন্যান সমস্যার বিষয়গুলি নিয়ে উচ্চ কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে ।