বাঁকুড়া : সোনামুখী পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী শুভ্র রায় এর অভিযোগ তিনি তার ইলেকশন এজেন্টকে নিয়ে আসার সময় তৃণমূলী গুন্ডারা তাকে আটকে দেয় এবং তাদেরকে আমস দেখানো হয় বলেও অভিযোগ করেন ।
যদিও তৃণমূল কংগ্রেস প্রার্থী বাবলি গোস্বামী নির্দল প্রার্থীর তোলা অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন । তিনি বলেন যদি আমাদের কর্মীরা কিছু করত তাহলে ওরা তাদেরকে আটকে রাখলো না কেন ।