রথীন রায় :- ঝাড়গ্রামের দুই বছর আগের নাবালিকা ধর্ষণ মামলায় দৃষ্টান্তমূলক শাস্তি দিল আদালত ! পকসো আইনে অভিযুক্তের ২০ বছরের কারাবাস হয়েছে ! নির্যাতিতাকে ক্ষতিপূরণের নির্দেশও দেওয়া হয়েছে ! ঝাড়গ্রামের বিনপুর থানার অন্তর্গত শিরশি গ্রামের বাসিন্দা ১৩ বছরের এক কিশোরী রাতে শোচকর্মের জন্য বাইরে যাওয়ার পর আর রাতে ফেরেনি !
চারিদিকে খোঁজখবর চলাকালীন সকালে বাড়ি ফেরে সে ! কিশোরীর বয়ান থেকে জানা যায় স্থানীয় এক যুবক তাকে অপহরণ করে এক নির্মীয়মান বাড়িতে আটকে রেখে রাতভর যৌন নির্যাতন চালায় ! ঘটনাটি ঘটেছিল ২০২০ সালের ২০ ফেব্রুয়ারি ! নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে পকসো আইন মামলা রুজু করে !
বুধবার পকসো আদালতের বিচারক চিন্ময় চট্টোপাধ্যায় অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে ২০ বছর কারাদণ্ডের আদেশ দিয়েছেন ! সেই সঙ্গে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে ! জরিমানা অনাদায়ে ৬ মাসের অতিরিক্ত জেল ! সেই সঙ্গে নির্যাতিত কিশোরীকে ভিক্টিম কম্পেনসেশন ফান্ড থেকে তিন লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দেওয়া হয়েছে !!