আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

নাবালিকা ধর্ষণে দৃষ্টান্তমূলক শাস্তি ২০ বছরের কারাবাস ; ঝাড়গ্রাম

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

রথীন রায় :- ঝাড়গ্রামের দুই বছর আগের নাবালিকা ধর্ষণ মামলায় দৃষ্টান্তমূলক শাস্তি দিল আদালত ! পকসো আইনে অভিযুক্তের ২০ বছরের কারাবাস হয়েছে ! নির্যাতিতাকে ক্ষতিপূরণের নির্দেশও দেওয়া হয়েছে ! ঝাড়গ্রামের বিনপুর থানার অন্তর্গত শিরশি গ্রামের বাসিন্দা ১৩ বছরের এক কিশোরী রাতে শোচকর্মের জন্য বাইরে যাওয়ার পর আর রাতে ফেরেনি !

 

চারিদিকে খোঁজখবর চলাকালীন সকালে বাড়ি ফেরে সে ! কিশোরীর বয়ান থেকে জানা যায় স্থানীয় এক যুবক তাকে অপহরণ করে এক নির্মীয়মান বাড়িতে আটকে রেখে রাতভর যৌন নির্যাতন চালায় ! ঘটনাটি ঘটেছিল ২০২০ সালের ২০ ফেব্রুয়ারি ! নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে পকসো আইন মামলা রুজু করে !

 

বুধবার পকসো আদালতের বিচারক চিন্ময় চট্টোপাধ্যায় অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে ২০ বছর কারাদণ্ডের আদেশ দিয়েছেন ! সেই সঙ্গে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে ! জরিমানা অনাদায়ে ৬ মাসের অতিরিক্ত জেল ! সেই সঙ্গে নির্যাতিত কিশোরীকে ভিক্টিম কম্পেনসেশন ফান্ড থেকে তিন লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দেওয়া হয়েছে !!

See also  বিজয় তোরণকে সাজানোর কাজ শুরু হলো

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি