পূর্ব বর্ধমান জেলার ভাতার ব্লকের মাহাচান্দা গ্রাম পঞ্চায়েতের নবস্থা পাবলিক লাইব্রেরী উদ্যোগে 51 তম এক দিবসীয় ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো আজ। আটটি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে। আজ এই খেলার শুভ সূচনা করেন ভাতার বিধানসভার বিধায়ক সুভাষ মন্ডল ।
এই খেলাকে কেন্দ্র করে এলাকার প্রচুর ফুটবলপ্রেমী ভিড় জমিয়েছেন খেলার মাঠে, এমনকি বাড়ির বউ ও মেয়েরাও মাঠে হাজির হন খেলা দেখতে। পাশাপাশি এই লাইব্রেরী উদ্যোগে বিভিন্ন রকম সমাজসেবামূলক প্রচারের ব্যানার লাগানো হয়েছে মাটির চতুর্দিকে।
এই খেলায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভাতার বিধানসভার বিধায়ক সুভাষ মন্ডল, পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সুমন্ত বন্দ্যোপাধ্যায়, ভাতার পঞ্চায়েত সমিতির শিক্ষা ও ক্রিয়ার কর্মদক্ষ জয়ন্ত হাটি, সহ বিশিষ্ট ব্যক্তি জনেরা।
এই খেলায় ফাইনালে মুখোমুখি হয় হাট গোবিন্দপুর অল আদিবাসী ক্লাব বনাম মন্তেশ্বর অ্যাথলেটিক ক্লাব।
প্রাইভেট খেলার নির্ধারিত সময় পর্যন্ত খেলা অমীমাংসিত ছিল ।তাই খেলার ফলাফল করতে হয় টাইবিগারের মাধ্যমে। কিন্তু টাইবিগারের ও খেলা অমীমাংসিত হয়, অবশেষে টসের মাধ্যমে খেলার ফলাফল নির্ণয় করতে হয়।এই খেলায় টসে জয়লাভ করে হাট গোবিন্দপুর অল আদিবাসী ক্লাব।
খেলার ম্যান অফ দ্যা ম্যাচ হন, শক্তি বাহাদুর।
নবস্থা পাবলিক লাইব্রেরীর সভাপতি সৌরেন মন্ডল জানান,প্রায় 51 বছর ধরে আমরা একদিনের ফুটবল খেলা করে আসছি কিন্তু আমাদের খেলার মাঠটি খুবই সংকীর্ণ । কারণ মাঠের ধারে রয়েছে একটি বড় পুকুর প্রশাসনের কাছে আবেদন পুকুরটির গার্ডওয়াল তৈরি করে দিক।
ফাইনালে বিজয়ী ও বিজিত দলকে ট্রফিসহ আর্থিক পুরস্কার দেয়া হয়।
ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট।