আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

দীঘাতে শুরু ঝড়ো হাওয়া বৃষ্টি। উত্তাল সমুদ্র। ধেয়ে আসছে বুলবুল।

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

কাল থেকে ঘন কুয়াশা অন্ধকারে ঢাকা সৈকত শহর দীঘা। বঙ্গোপসাগরের উপরে গভীর নিম্নচাপের ফলে বুলবুল নামক এক ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছে। যা আজ পূর্ব মেদিনীপুর জেলার দীঘার উপর দিয়ে বাংলাদেশে যাওয়ার কথা রয়েছে। শুনশান দীঘা। পুলিশ প্রশাসনের মাইকিং প্রচার করছে। মৎস্যজীবীদের ফিরিয়ে আনা হয়েছে এবং সতর্কতা জারি করেছে মৎস্যজীবীদের উপর। পুলিশ প্রশাসনের নির্দেশ মেনে দীঘা থেকে পর্যটকেরা বাড়ি ফিরছে। এবং দীঘা উপকূল এলাকায় বাড়ি এবং দীঘা উপকূল এলাকায় বসবাসকারী সকলকে সর্তকতা জারি করেছে।

ত্রাণশিবিরে ব্যবস্থা করেছে প্রশাসন। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে ত্রাণশিবিরে আনা হবে উপকূল এলাকার বাসিন্দাদের। দীঘা এলাকা জুড়ে চলছে মাইক প্রচার। পর্যাপ্ত নিরাপত্তায় রক্ষী মোতায়েন করেছে দীঘাতে। সবদিক থেকে প্রশাসন  তৎপরতার সাথে বুলবুল মোকাবেলায় প্রস্তুত।দীঘায় ঢুকলো NDRF টিম। বুলবুল ঘূর্ণিঝড়েরের জন্য সব রকম পরিস্থিতিতে মোকাবেলার জন্য তৈরি জেলা প্রশাসন। খোলা হল কন্ট্রোল রুম। বিশেষ নজরদারি রাখছে নবান্ন।

See also  ভাতার স্টেট জেনারেল হসপিটালে পরিযায়ী শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা হচ্ছে দ্রুতগতিতে।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি