আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

দিদিকে বল কর্মসূচি পালন সেহারা বাজারে ।

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now
প্রদীপ কুমার মন্ডল,সেহারা

দিদিকে বল কর্মসূচি পালন করা হল সেহারায়।সেহারাবাজারের কমিউনিটি হলে সেহারা গ্রাম পঞ্চায়েতের ৬ টি সংসদ এলাকার মানুষজনেদের একত্রিত করে দিদিকে বল কর্মসূচি পালন করা হল।উপস্থিত ছিলেন রায়না বিধানসভার বিধায়ক নেপাল ঘরুই,জেলা পরিষদের পূর্ত কর্মাদক্ষ উত্তম সেনগুপ্ত,সেহারা গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপ প্রধান যথাক্রমে দয়াবতী বাগ ও সনৎ দে।এলাকার মানুষেরা তাদের অসুবিধার কথা উপস্থিত নেতৃত্বর কাছে অভিযোগ করেন।মূলত বেশির ভাগ মানুষেরই এলাকার ড্রেন,বাংলা আবাস যোজনার বাড়ি,বৃদ্ধ ও বিধবা ভাতার কথাই তুলে ধরেন।এলাকার বিভিন্ন অভিযোগের কথা শুনে উপস্থিত নেতৃতরা খাতায় লিপিবদ্ধ করেন এবং সমাধানের আশ্বাস দেন।

এর পর এলাকার ৫ জন বিশিষ্ট নাগরিকদের বাড়িতে গিয়ে ওনাদের কে ফুলের তোড়া ও মিষ্টিমুখ করিয়ে তাঁদের কাছ থেকে এলাকার সমস্যার কথাও শোনেন।এর পর ওনাদের কাছ থেকেই কি করে সমস্যার সমাধান করা যায় সেই বিষয়ে উপদেশ ও নেন।বিধায়ক বলেন আগামীকাল বৃহস্পতিবার সকালে বিভিন্ন সংসদে পোঁছে যারা আজকে আসতে পারেননি তাদের বাড়ি যাবো এবং স্থানীয় তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে দলীয় পতাকা উত্তোলন করবো এলাকার কর্মীদের নিয়ে।

See also  গলা কেটে দিয়ে স্ত্রীকে খুন করার পর নিজের গলা কেটে আত্মহত্যার চেষ্টা স্বামীর - চাঞ্চল্য মেমারিতে

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি