দিদিকে বল কর্মসূচি পালন করা হল সেহারায়।সেহারাবাজারের কমিউনিটি হলে সেহারা গ্রাম পঞ্চায়েতের ৬ টি সংসদ এলাকার মানুষজনেদের একত্রিত করে দিদিকে বল কর্মসূচি পালন করা হল।উপস্থিত ছিলেন রায়না বিধানসভার বিধায়ক নেপাল ঘরুই,জেলা পরিষদের পূর্ত কর্মাদক্ষ উত্তম সেনগুপ্ত,সেহারা গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপ প্রধান যথাক্রমে দয়াবতী বাগ ও সনৎ দে।এলাকার মানুষেরা তাদের অসুবিধার কথা উপস্থিত নেতৃত্বর কাছে অভিযোগ করেন।মূলত বেশির ভাগ মানুষেরই এলাকার ড্রেন,বাংলা আবাস যোজনার বাড়ি,বৃদ্ধ ও বিধবা ভাতার কথাই তুলে ধরেন।এলাকার বিভিন্ন অভিযোগের কথা শুনে উপস্থিত নেতৃতরা খাতায় লিপিবদ্ধ করেন এবং সমাধানের আশ্বাস দেন।
এর পর এলাকার ৫ জন বিশিষ্ট নাগরিকদের বাড়িতে গিয়ে ওনাদের কে ফুলের তোড়া ও মিষ্টিমুখ করিয়ে তাঁদের কাছ থেকে এলাকার সমস্যার কথাও শোনেন।এর পর ওনাদের কাছ থেকেই কি করে সমস্যার সমাধান করা যায় সেই বিষয়ে উপদেশ ও নেন।বিধায়ক বলেন আগামীকাল বৃহস্পতিবার সকালে বিভিন্ন সংসদে পোঁছে যারা আজকে আসতে পারেননি তাদের বাড়ি যাবো এবং স্থানীয় তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে দলীয় পতাকা উত্তোলন করবো এলাকার কর্মীদের নিয়ে।