ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজ থেকে ছিটকে গেলেন ঋষভ পন্থ। ম্যাঞ্চেস্টার টেস্টের প্রথম দিনে তিনি পায়ে গুরুতর আঘাত পান। বৃহস্পতিবার খেলা শুরু হওয়ার আগে জানা যায়, তাঁর পায়ের পাতার হাড় ভেঙে গেছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী অন্তত ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে ভারতীয় দলের সহ-অধিনায়ককে।
প্রথম ইনিংসে ব্যাট করার সময় আচমকা চোট পান পন্থ। অবস্থার গুরুত্ব বুঝে তাঁকে মাঠ ছাড়াতে হয় গলফ কার্টের সাহায্যে। পরে তাঁকে ইন্ডোরে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তখন তাঁর পাশে ছিলেন শুভমান গিল ও ব্যাটিং কোচ সীতাংশু কোটাক। দলের চিকিৎসকরা সঙ্গে সঙ্গে চোট পরীক্ষা করে তাঁকে হাসপাতালে পাঠান।

বিসিসিআই সূত্রে জানা যায়, "বুধবার রাতেই ঋষভের স্ক্যান করানো হয়"
। বৃহস্পতিবার স্ক্যান রিপোর্টে দেখা যায়, "ডান পায়ের পাতার একটি হাড় ভেঙেছে"
। এই অবস্থায় তিনি ওভাল টেস্টেও মাঠে নামতে পারবেন না বলেই ধরে নেওয়া হচ্ছে। ফলে সিরিজের বাকি ম্যাচগুলোতে তাঁকে ছাড়াই নামতে হবে ভারতীয় দলকে।