আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

চিনে গিয়ে কার্যত গৃহবন্দী পূর্ব বর্ধমানের সাম‍্য কুমার রায়

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

পূর্ব বর্ধমান :- (পাপাই সরকার)  :-   চিনে গিয়ে কার্যত গৃহবন্দী হয়ে পড়লেন পূর্ব বর্ধমানের কালিবাজার এলাকার বাসিন্দা সাম‍্য কুমার রায় । গত ২১ শে জানুয়ারী তিনি চিনের উদ্দেশ্যে বর্ধমান থেকে রওনা হয় ২২শে জানুয়ারী চিনে পৌঁছায়। কিন্তু তারপর থেকেই তিনি গৃহবন্দী। খাওয়া দাওয়া পাচ্ছেন না। ফলে চরম সংকটে পড়েছেন তিনি। আর এই খবরেই দুশ্চিন্তা নেমে এসেছে বর্ধমানের কালীবাজারের রায় পরিবারে।

বর্ধমানে কালিবাজারের বাড়িতেই বসে তার বাবা সুজিত রায় এবং তার  মা কার্যত কেঁদেই চলেছে। প্রতিনিয়ত ছেলের সঙ্গে যোগাযোগ করছেন।এবং  যোগাযোগ করার চেষ্টাও করছেন আত্মীয় স্বজনের  সঙ্গেও। কিন্তু এখনও কোনো সুরাহা মেলেনি।

সোমবার সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সামনে  তিনি ভারত সরকারের কাছে আবেদন করে জানালেন যে, যেমন করেই হোক সাম্যকে ভারতবর্ষে ফিরিয়ে আনা হোক এই করুন আবেদন করে জানালেন মা । নাহলে গোটা চীন জুড়ে করোনা ভাইরাস নিয়ে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাতে সাম্যও আক্রান্ত হয়ে যেতে পারে।                              

See also  হেলমেট পড়লেই উপহার পাবেন পিয়াঁজ

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি