আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

গোপীনাথপুর গ্রামে শুরু হলো করোনা ভাইরাস মুক্তকরণ কর্মসূচী

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

কৃষ্ণ সাহা ( শ্যামসুন্দর ):- পূর্ব বর্ধমান জেলার শ্যামসুন্দর অঞ্চলের অন্তর্গত গোপীনাথপুর গ্রামে শুরু হলো করোনা ভাইরাস মুক্তকরণ কর্মসূচী।গোপীনাথপুরেরই “রাজা রামমোহন স্মৃতি সংঘ” পাঠাগারের পরিচালনায় এই দিন বাড়ী বাড়ি গিয়ে সাধারণ মানুষদের বিতরণ করা হলো মাস্ক।বেড়েছে মাস্কের দাম।চাহিদা অনুযায়ী খোলা বাজারে অনেক সময় মাস্ক মিলছে না।পথ চলতি মানুষদেরও মাস্ক স্যানিটাইজার দিয়ে সমান ভাবে সাহায্য করছেন তারা।পাঠাগারের প্রেসিডেন্ট পার্থসারথি ঘোষের নেতৃত্বে ও ক্লাবের অন্যান্য  সহায়তায় ওই এলাকাকে পরিষেবা প্রদান করে চলেছেন নিঃস্বার্থ ভাবে।স্থানীয় এক মহিলার কথা অনুযায়ী,পরিবারের প্রত্যেকেই মাস্ক দেওয়া হচ্ছে এবং তার বিনিময়ে কোনো অর্থ গ্রহণও করেননি । এই ক্লাব এই প্রথমবার নয়,আগেও বিভিন্ন সময়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।

 মাস্ক বিতরণেই থেমে থাকেননি তারা।স্যানিটাইজার,ফিনাইল,ব্লিচিং পাউডার সহ ঘরবাড়ী পরিষ্কার রাখার সমস্ত উপকরণ বাড়ী বাড়ী গিয়ে যোগান দিচ্ছেন তারা।তার সাথে সাথে সচেতনতা বৃদ্ধি করছেন।প্রয়োজনীয় কারণ ছাড়া বাড়ী থেকে বেরোতে নিষেধও করছেন।
 এমনিতেই প্রধানমন্ত্রী কর্তৃক কারফিউ জারি রয়েছে।রাস্তাঘাটে দেখা মিলছে খুব কম সংখ্যক মানুষের।কিন্তু তাদের কর্মদ্যোগ চলে আসছে প্রায় সাতদিন ধরে,জানালেন ক্লাবের প্রেসিডেন্ট পার্থসারথি ঘোষ।আগামী দিনেও এই কর্মসূচি অব্যাহত রাখতে চান তারা। রাজ্যে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা । ইতিমধ্যে মৃত্যুও হয়েছে কয়েকজনের। এই মুহূর্তে মানুষের পাশে থেকে নিজের সর্বস্ব দিয়ে সাহায্য করে চলেছেন রাজা রামমোহন স্মৃতি সংঘের সদস্যগণ।

See also  জলন্ত লম্ফো গায়ে উল্টো পড়ায় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু মহিলার

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি